উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা বৃষ্টিতে (Rain) বিপর্যস্ত মহানগরী। জলমগ্ন একাধিক এলাকা। মঙ্গলবার দিনভর বৃষ্টির পর বুধবারও অবিশ্রান্ত বৃষ্টি চলছে। মুম্বইয়ে (Mumbai) জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)।
আইএমডি (IMD)-র রেকর্ড অনুযায়ী, শেষবার মুম্বইয়ে মে মাসে এত বৃষ্টি হয়েছিল ১৯১৮ সালে। ২৪ ঘণ্টায় কোলাবায় ১৬২ মিলিমিটার এবং সান্তাক্রুজে ১৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বুধ ও বৃহস্পতিবার মধ্য মহারাষ্ট্রে (Maharashtra) এবং আগামী ২ জুন পর্যন্ত গোয়া ও কোঙ্কণ উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এছাড়া মুম্বইয়ের পাশাপাশি থানে, পুণে, কোলাপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রায়গড়, রত্নগিরি, সিন্ধুদূর্গ, সাতারা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির জেরে রবিবার থেকে শহরে ব্যাহত হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। বেশকিছু ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলছে। অন্যদিকে, যান চলাচলেও বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মুম্বইয়ে বর্ষা ঢোকার সময় ১১ জুন। সেক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকে পড়েছে বাণিজ্যনগরীতে। গত ৩৫ বছরে এই প্রথম এত আগে বর্ষার প্রবেশ ঘটেছে বলে জানা যাচ্ছে।