MP Wage Hike | বেতন বাড়ল সাংসদদের! এখন থেকে কত টাকা পাবেন?

MP Wage Hike | বেতন বাড়ল সাংসদদের! এখন থেকে কত টাকা পাবেন?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতেই সুখবর। বেতন বাড়ল সাংসদদের (MP Wage Hike)। সঙ্গে বাড়ল পেনশন ও দৈনিক ভাতা। দীর্ঘ সাত বছর পর  বেতন বৃদ্ধি পেতেই খুশি সাংসদেরা।

এবার এক নজরে দেখে নেওয়া যাক সাংসদদের বেতন এবং ভাতা কত হল? বর্তমানে সাংসদদের বেতন ১,০০,০০০ টাকা। তা বেড়ে দাঁড়াল ১,২৪,০০০-এ। একলাফে ২৪ হাজার টাকা বাড়ল। অন্যদিকে, বর্তমানে সাংসদদের দৈনিক ভাতা ২,০০০ টাকা করে। সেটা বেড়ে হল ২,৫০০ টাকা। এছাড়াও বর্তমান ও প্রাক্তন সাংসদদের মাসিক পেনশন (Pension) ২৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩১,০০০ টাকা করা হয়েছে।

উল্লেখ্য, বর্ধিত বেতন কার্যকর হবে ২০২৩ সালের ১ এপ্রিল (April) থেকে। অর্থাৎ ওই সময় থেকে যা বর্ধিত বেতন পাওয়ার কথা, তা এরিয়ার হিসেবে দিয়ে দেওয়া হবে সাংসদদের। সাংসদদের বেতন, ভাতা ও পেনশন আইন, ১৯৫৪ অনুযায়ী করা হয়েছে বলে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *