MNREGA | মনরেগা শ্রমিকদের আধারভিত্তিক মজুরি হোক ঐচ্ছিক, প্রস্তাব সংসদীয় কমিটির

MNREGA | মনরেগা শ্রমিকদের আধারভিত্তিক মজুরি হোক ঐচ্ছিক, প্রস্তাব সংসদীয় কমিটির

শিক্ষা
Spread the love


নয়াদিল্লি: মনরেগা শ্রমিকদের আধারভিত্তিক মজুরি প্রদান ব্যবস্থা বাধ্যতামূলক না করার প্রস্তাব দিল একটি সংসদীয় কমিটি। লোকসভায় ওই কমিটি যে রিপোর্ট জমা দিয়েছে তাতে বলা হয়েছে, মনরেগা শ্রমিকদের বাধ্যতামূলকভাবে আধারের ভিত্তিতে মজুরি প্রদান করা হলে প্রযুক্তিগত সমস্যার কারণে অনেক প্রকৃত উপভোক্তা তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবেন। কারণ হিসেবে ওই কমিটির রিপোর্টে বলা হয়েছে, বহুক্ষেত্রে দেখা যায়, আধার এবং জব কার্ডের রেকর্ডে মিল না থাকার কারণে অনেক যোগ্য শ্রমিকের নাম মজুরিপ্রাপকের তালিকা থেকে বাদ পড়েছে। কাজেই আধারের ভিত্তিতে মজুরি প্রদান ব্যবস্থাকে ঐচ্ছিক করার প্রস্তাব দেওয়ার পাশাপাশি বিকল্প পদ্ধতিতেও শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়ার কথা বলেছে ওই কমিটি।

কংগ্রেস সাংসদ এসএস উলাকার নেতৃত্বাধীন ওই সংসদীয় কমিটি আধারভিত্তিক মজুরি প্রদান ব্যবস্থার প্রশংসাও করেছে। রিপোর্টে বলা হয়েছে, ওই বন্দোবস্তের ফলে মজুরি সরাসরি শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। বহুক্ষেত্রে দেখা যায়, প্রকল্প আধিকারিকের কাছে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যাদি ঠিক মতো জানান না মনরেগা শ্রমিকরা। সেক্ষেত্রে কমিটি মনে করে, গ্রামোন্নয়ন দপ্তরের উচিত, আধারভিত্তিক মজুরি প্রদান বন্দোবস্তকে ঐচ্ছিক রাখা। তার বদলে বিকল্প উপায়ে মজুরি মেটানোর রাস্তা খোলা উচিত। এর ফলে যাঁদের কাছে আধার নেই কিংবা বায়োমেট্রিক তথ্য ঘিরে সমস্যা রয়েছে, তাঁদের মজুরি খোয়ানোর ভয় থাকবে না। গত বছর ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকার আধারের ভিত্তিতে মজুরি প্রদান ব্যবস্থা বাধ্যতামূলক করেছে। এদিকে মনরেগায় কাজের দিনের সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ১৫০ করারও প্রস্তাব দিয়েছে ওই কমিটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *