শুভদীপ শর্মা, ময়নাগুড়ি: আম, জাম, জামরুল, লিচু সহ হরেক রকম ফলের গাছে সাজানো হচ্ছে ময়নাগুড়ি কলেজের (Maynaguri Faculty) বাগান চত্বর। বুধবার থেকে শুরু হল কলেজের সামনের প্রায় এক বিঘা জমিতে এই বাগান তৈরির কাজ। বিভিন্ন পাখিদের কথা মাথায় রাখার পাশাপাশি পড়ুয়াদের পরিবেশ সম্পর্কে সচেতন করতে এই উদ্যোগ।
ময়নাগুড়ি কলেজ চত্বরে বেশ কিছু জায়গা ফাঁকা পড়ে ছিল। কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক মধুসূদন কর্মকার সিদ্ধান্ত নেন, ওই জমিতে ফলের বাগান করা হবে। এই বিষয়ে তিনি যোগাযোগ করেন কবি ও পরিবেশপ্রেমী দীনেশ বিশ্বাসের সঙ্গে। বেশ কয়েকদিনের পরিকল্পনা শেষে এদিন ময়নাগুড়ি কলেজের এই ফল বাগান তৈরির কাজ শুরু হয়। প্রাথমিকভাবে কুড়িটি প্রজাতির ফলের প্রায় আশিটি গাছ লাগানোর কাজ শুরু হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘কলেজের এনএসএস ইউনিটের সদস্যরা এই গাছগুলির দেখভালের দায়িত্বে থাকবেন। পাশাপাশি একজন মালিও নিযুক্ত করা হয়েছে। কলেজের সামনের ঘেরা জায়গায় ফুলের গাছ লাগানো হয় বেশ কিছু বছর আগে। ফুলের পাশাপাশি এখন ফলের গাছগুলো লাগানোর কাজ শুরু করা হল। বাগান তৈরির পেছনে পরিবেশপ্রেমী দীনেশ বিশ্বাসের অবদান অনস্বীকার্য।’
দীনেশ বলেন, ‘যেখানে ফলের বাগান তৈরি করা হয়েছে সেখানে বেশ কিছু বড় গাছ রয়েছে। তাই সেখানে পাখিদের আনাগোনা লেগে থাকে। ফলের গাছ লাগানো হলে সেই সংখ্যা বাড়বে বলে আশা।’
ময়নাগুড়ি কলেজের বাংলা বিভাগের প্রধান কালীশংকর রায় জানান, এই বাগান তৈরি হলে পড়ুয়াদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। পাশাপাশি, পরিবেশ সচেতনতার বিষয়ে শিক্ষা পাবেন পড়ুয়ারা। প্রথম সিমেস্টারের ছাত্র ঋষভ দাস বলেন, ‘শহরাঞ্চলে থাকায় বাগান সম্পর্কে ধারণা নেই অনেকের। কলেজে এই ফল বাগান তৈরি হলে সেই অভিজ্ঞতা বাড়বে বলে মনে হয়।’