Marco Rubio on India-Pakistan | ‘ভারত-পাক পরিস্থিতির দিকে প্রতিনিয়ত নজর রাখছে আমেরিকা’, বললেন মার্কিন বিদেশ সচিব

Marco Rubio on India-Pakistan | ‘ভারত-পাক পরিস্থিতির দিকে প্রতিনিয়ত নজর রাখছে আমেরিকা’, বললেন মার্কিন বিদেশ সচিব

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত এবং পাকিস্তানের (India-Pakistan) পরিস্থিতির দিকে প্রতিনিয়ত নজর রাখছে আমেরিকা। এমনটাই দাবি করলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও (Marco Rubio on India-Pakistan)। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কোনও সংঘর্ষবিরতি নিয়ে উভয়পক্ষের সম্মতি পাওয়ার পর তা দীর্ঘদিন বজায় রাখা কঠিন। পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে একাধিক সংঘর্ষরত দেশগুলির দিকেও নজর রাখছে আমেরিকা (US)।

২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Assault) পর পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করে ভারত। ৬ মে পাকিস্তানের বিরুদ্ধে সেনা অভিযান শুরু হয়। এর নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। পাক জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে যায় ভারতের হামলায়। এরপর দুই দেশ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই দেশের মধ্যে টানা চার দিন সংঘাত চলে। ১০ মে সংঘর্ষবিরতি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমদিন থেকে দাবি করে আসছেন, তাঁর মধ্যস্থতায় সংঘর্ষবিরতি হয়েছে। যদিও ট্রাম্পের এই দাবি নাকচ করে দিয়েছে ভারত সরকার। এই পরিস্থিতিতে মার্কিন সংবাদমাধ্যমকে রুবিও বলেন, ‘সংঘর্ষবিরতির অন্যতম জটিলতা হল তাকে বজায় রাখা। ভারত এবং পাকিস্তানের মধ্যে কী চলছে, তারদিকে আমরা প্রতিনিয়ত নজর রাখছি।’ মার্কিন প্রেসিডেন্টের কথা বলতে গিয়ে রুবিও বলেন, ‘আমরা খুব ভাগ্যবান যে আমরা এমন এক জন প্রেসিডেন্টকে পেয়েছি, যিনি শান্তিস্থাপনকে অগ্রাধিকার দিচ্ছেন।’

পাশাপাশি, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘর্ষ প্রসঙ্গে রুবিও বলেন, ‘সংঘর্ষবিরতির একটাই পথ। উভয়পক্ষকে গোলাগুলি চালানো বন্ধের বিষয়ে রাজি হতে হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *