উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার জবাব দিল ভারত। ‘অপারেশন সিঁদুর’-এ শেষ হল পাকিস্তানের জঙ্গিঘাঁটি। নিহত হল জইশ-ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ জন সহ আরও বহু জঙ্গি। এতবড় বদলার পর প্রাক্তন সেনাপ্রধান মনোজ নারাভানে (Manoj Mukund Naravane) এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘পিকচার আভি বাকি হ্যায়।’ তাহলে কি আরও বড় কিছু দেখতে চলেছে দেশবাসী? সেনাপ্রধানের পোস্টের পর দিকে দিকে ঘুরছে সেই প্রশ্ন।
মধ্যরাতে ভারতের প্রত্যাঘাতের পর প্রাক্তন সেনা প্রধানের এক্স হ্যান্ডেলে (X-Deal with) জ্বলজ্বল করছে ‘পিকচার আভি বাকি হ্যায়।’ বালাকোট এয়ারস্ট্রাইকের সময় সেনাপ্রধান ছিলেন মনোজ মুকুন্দ নারাভানে। তাঁর নেতৃত্বেই হামলা চালানো হয়েছিল পাকিস্তানে। সুতরাং তাঁর মতো একজন ব্যক্তি যখন এ ধরনের কথা লেখেন, তার যে বিশেষ গুরুত্ব রয়েছে তা নিয়ে কোনও সংশয় নেই।
Abhi image baki hai…
— Manoj Naravane (@ManojNaravane) May 7, 2025
উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন পর্যটক। বেছে বেছে হিন্দুদের মারা হয়েছিল। হত্যাকাণ্ডের উচিত জবাব দিতে বারবার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় নেতৃত্বরা। এরপর গতকাল রাতে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারত। প্রত্যাঘাতের পর ইতিমধ্যেই একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ক্য়াবিনেট বৈঠক করেছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah) সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, পুলিশ প্রধান ও মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন।