উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর আম পাঠাতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। হাসিনার পথে হেঁটে এবার মোদিকে আম পাঠাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্দেশে ঢাকা থেকে সোমবারই বাংলাদেশের আম পৌঁছে যাবে নয়াদিল্লিতে। শুধুমাত্র নরেন্দ্র মোদিকেই নয়, আম পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। বাংলাদেশের আম যাচ্ছে ত্রিপুরাতেও। নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম।
ভারতে যেমন বিখ্যাত মালদা-মুর্শিদাবাদের হিমসাগর, আম্রপালি বা ল্যাংড়া আম, তেমনই বাংলাদেশে বিখ্যাত রংপুরের হাড়িভাঙা আম। এবার এই আমই ঢাকা থেকে আসছে ভারতে। তবে আমদানি বা রপ্তানি নয়, ইউনূসের নির্দেশে বাংলাদেশের অন্তর্বতী সরকার হাজার কেজি হাড়িভাঙা আম নজরানা দিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সোমবারই সেই আম পৌঁছে যাবে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে। ভারত ও বাংলাদেশের মধ্যে এই ‘আম-কূটনীতি’ অনেক পুরোনো। হাসিনা প্রতি বছর জুন-জুলাই মাসে ভারতে আম পাঠাতেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে। আসত পশ্চিমবঙ্গেও। এবারও সেই ‘আম-কূটনীতি’র পথেই হাঁটছেন ইউনূস। মনে করা হচ্ছে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মজবুত করতেই হাসিনার পথেই হাঁটছে ইউনূস।
এবার বাংলাদেশের আমের ঝুলিতে থাকবে না হিমসাগর, আম্রপালি বা ল্যাংড়া। শুধু থাকবে রংপুরের হাড়িভাঙা আম। এই আমের কদর রয়েছে বিশ্বের বাজারে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তো বটেই, বিদেশেও এই আম রপ্তানি করে থাকে ঢাকা। এক-একটি হাড়িভাঙা আমের ওজন ২০০ থেকে ৪০০ গ্রাম পর্যন্ত হতে পারে। রসালো, আঁশবিহীন এই আম বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়।