উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে তিনি মালদায় পৌঁছাবেন। এনিয়ে ব্যস্ততা শুরু হয়েছে জেলা প্রশাসনে। তৃণমূল জেলা নেতৃত্বের তরফেও প্রস্তুতি চলছে। মুর্শিদাবাদ, মালদা ও আলিপুরদুয়ারে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।
প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলায় কর্মসূচি শেষ করে সোমবার অর্থাৎ আগামীকাল বিকেলে মুখ্যমন্ত্রী মালদায় আসবেন। পুরাতন মালদার মহানন্দা ভবনে তাঁর থাকার কথা। মঙ্গলবার সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনের কথা রয়েছে তাঁর। মঙ্গলবারই আলিপুরদুয়ারে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এদিকে, মালদায় এখন সভাস্থল তৈরির কাজ চলছে জোরকদমে। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের অবতরণের জন্য তৈরি করা হচ্ছে হেলিপ্যাড। সভাস্থল তদারকি করছেন জেলা পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকদের পাশাপাশি তৃণমূলের নেতারাও। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকা আধিকারিকদের পাশাপাশি রাজ্য পুলিশ সমস্ত কিছু খতিয়ে দেখছে।’
সম্প্রতি মালদায় খুন হয়েছেন তৃণমূল নেতা দুলাল সরকার। সেই ঘটনায় উঠেছে গোষ্ঠীকোন্দলের অভিযোগ। এনিয়ে তৃণমূল নেত্রী কী বার্তা দেন, সেদিকে নজর থাকবে সকলের।
অন্যদিকে, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা বিজেপির দখলে ছিল। কিন্তু উপনির্বাচনে তা গেরুয়া শিবিরের হাতছাড়া হয়েছে। এই আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এবার চা বলয়ের অন্য আসনেও নজর রয়েছে ঘাসফুল শিবিরের। সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে মমতার আলিপুরদুয়ার সফরে তৃণমূলে যোগ দিতে পারেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বারলা।