উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নতুন নতুন শিল্প গড়ার লক্ষ্যে পুজোর পর ফের বাণিজ্য সম্মেলন করতে চায় রাজ্য সরকার। দাবি করা হচ্ছে বাংলায় শিল্প গড়তে আগ্রহ দেখিয়েছে বহু শিল্পপতি। সেকারণে আবারও সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার এই খবর প্রকাশ্যে আসার পর বুধবারই কলকাতা এলেন দেশের অন্যতম বড় শিল্প সংস্থা টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন।
বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে কলকাতায় এসেছিলেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এদিন বিকেলে নবান্নে তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁরা একান্তে বৈঠক করেন। নবান্ন সূত্রের খবর, এদিনের বৈঠকে রাজ্যে নতুন শিল্পস্থাপন ও কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী ও চন্দ্রশেখরনের। এদিনের বৈঠকের পর জল্পন তৈরি হয়েছে, তবে কি বাংলায় ফের টাটার হাত ধরে নতুন শিল্প হতে চলেছে?
সরকারি তরফে জানানো হয়েছে, “রাজ্যে শিল্পায়নের গতি বাড়াতে এবার আরও সক্রিয় হয়েছে টাটা গোষ্ঠী। এই সর্ব বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বাংলায় শিল্পস্থনে আগ্রহ দেখিয়েছে। বিষয়টি অত্যন্ত আশাব্যঞ্জক। বাংলা এখন শিল্পের উপযুক্ত গন্তব্য হিসেবে নিজেকে তুলে ধরছে।” সূত্রের খবর, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা— এই তিন জেলায় শিল্পপ্রস্তাব নিয়ে আগ্রহ দেখিয়েছে টাটা গোষ্ঠী।