উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অক্সফোর্ডের কেলগ কলেজে ভাষণের মধ্যেই প্রশ্নের মুখে পড়তে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানের তাল কেটে তৈরি হল অস্বস্তিকর পরিস্থিতি। নিজের ছন্দে মুখ্যমন্ত্রী যখন বলে চলছিলেন, তখনই দর্শকাশন থেকে সিঙ্গুর থেকে আর জি কর একাধিক বিষয়ে প্রশ্ন ধেয়ে আসে। নিজের মতো করে তার উত্তরও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বাংলায় শিল্পের অনুকূল পরিবেশ নিয়ে তিনি যখন বলছেন তখন সিঙ্গুর থেকে টাটাদের কারখানা তাড়ানোর প্রসঙ্গ তুলে ধরেন দর্শকদের একটা অংশ। বলা হয় ‘ টাটারা তো চলে গেল, এখন আর বাংলায় শিল্প কোথায়? আপনি মিথ্যে বলছেন!’ যদিও মমতা জবাব দেন, বাংলায় টাটা কনসাল্টেন্সি সার্ভিস, কগনিজেন্ট আছে।’ তিনি আরও বলেন, ”টাটাদের গাড়ি কারখানা হয়নি। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, খড়গপুরে টাটাদের ইন্ডাস্ট্রি আছে, রাজারহাট এলাকায় টাটাদের আইটি অফিস রয়েছে। না ভাই, আমি কোনও মিথ্যে বলছি না। আপনারা খোঁজ নিন।” প্রত্যাশামতই তাকে প্রশ্নের মুখে পড়তে হয় আরজি কর কাণ্ড নিয়েও। সে ক্ষেত্রে অবশ্য বিস্তারিত কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী। তিনি শুধু জানান, তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডের তদন্ত করছে সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেলগ কলেজে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে ‘সামাজিক উন্নয়ন- বালিকা, শিশু এবং নারীর ক্ষমতায়ন’ নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। একের পর এক তুলে ধরেন তার চালু করার সামাজিক প্রকল্পের কথা। কত মানুষ তার দ্বারা উপকৃত হচ্ছে সেই প্রসঙ্গ।