মালদা: হাসপাতালের মেঝেতে পড়ে মৃত্যু হল প্রসূতির! এমনই অভিযোগে শনিবার সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, সদ্যজাতকে দুগ্ধপান করাতে যাওয়ার সময় মেঝেতে পড়ে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। চিকিৎসকেরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃতার পরিবারের লোকেরা। পরিবারের লোকেদের অভিযোগ, অসুস্থ প্রসূতির সঙ্গে এক আত্মীয় যাচ্ছিলেন সদ্যজাতের কাছে। কিন্তু কর্তব্যরত নার্সেরা অপর মহিলাকে এসএনসিইউ-এর ভেতরে ঢুকতে বাধা দেন। এরপর প্রসূতি একাই শিশুটির কাছে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন এবং মেঝেতে পড়ে যান। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন মৃতার আত্মীয়রা।
ঘটনা প্রসঙ্গে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি প্রসেনজিৎ বর বলেন, ‘প্রসূতি বেসরকারি হাসপাতালে প্রসব করেন। সদ্যজাত শিশু অসুস্থ হলে তাকে মেডিকেলের এসএনসিইউ বিভাগে ভর্তি করা হয়। এদিন ওই প্রসূতি এখানে সদ্যজাত শিশুকে দুধ পান করাতে এসে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকেরা চেষ্টা করেন, কিন্তু মৃত্যু হয়। ময়নাতদন্তের পর জানা যাবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে।’