বামনগোলা ও বৈষ্ণবনগর: পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার চেষ্টার দুটি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। নিজের গায়ে পেট্রোল ঢেলে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। গায়ে আগুন লাগানোর পর তাঁর চিৎকারে আশপাশের বাসিন্দারা পেশায় টোটোচালক ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শুক্রবার বামনগোলার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের পাটুল মোড় এলাকার ঘটনা। স্ত্রীর সঙ্গে বচসার কারণেই তিনি এদিন এই ঘটনা ঘটান বলে খবর। বামনগোলা গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই ব্যক্তি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।
অন্যদিকে, পারিবারিক অশান্তির কারণে গলায় দড়ি দিয়ে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করলেন। বৈষ্ণবনগর থানার ধুলাউড়ি গ্রামের ঘটনা। বৃহস্পতিবার বিকেলে স্বামীর সঙ্গে ঝামেলার কিছুক্ষণ পরে নিজের ঘরে তিনি গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা টের পেয়ে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। ওই মহিলা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।