হরিশ্চন্দ্রপুর: বাবাকে কাজে সাহায্য করতে গিয়ে মৃত্যু হল মেয়ের! করাত কলের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ হারাতে হল ১৫ বছরের কিশোরীকে। মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হলেন বাবাও। গোটা ঘটনায় শোরগোল হরিশ্চন্দ্রপুরের বনসরিয়া গ্রামে।
পুলিশ (Police) সূত্রে জানা গেছে, মৃত কিশোরীর নাম খুশি খাতুন (১৫)। বাড়ি ভবানীপুর গ্রামে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে (Malda Medical Faculty) পাঠিয়েছে। মৃতার বাবা মেরাজুল ইসলাম বলেন, ‘বড় মেয়ের বিয়ের জন্য নিজের করাত মিলে জ্বালানির কাঠ চেরাই করছিলাম। ছোট মেয়ে কাঠ ধরিয়ে দিচ্ছিল। সে সময় অসাবধানতাবশত ওড়না পেঁচিয়ে যায় মিলের ফিতায়। ঘটনাস্থলে মৃত্যু হয় মেয়ের। চার মেয়ের মধ্যে সে ছিল ছোট।’ এদিকে, কিশোরীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।