সৌম্যজ্যোতি মন্ডল, চাঁচল: পাটখেত থেকে বস্তাবন্দি পচাগলা দেহ উদ্ধার। মঙ্গলবার ঘটনাটি ঘটে মালদার (Malda) চাঁচল (Chanchal) থানার নদীশিক এলাকায়। এদিন জমির মালিক এলাকায় গিয়ে দেখেন, একটি শিয়াল বস্তাবন্দি দেহটি টানাটানি করছে। বিষয়টি চাউর হতেই ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ (Chanchal Police)। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে (Malda Medical School & Hospital) পাঠানো হয়। দেহটি কোনও পুরুষ না মহিলার তা বোঝা যাচ্ছে না। যদিও দেহের পাশ থেকে উদ্ধার হওয়া চুড়ি দেখে প্রাথমিকভাবে অনুমান, মৃতদেহটি কোনও মহিলার।
প্রায় দু’মাস আগে দেহ কেউ বা কারা ওই জমিতে বস্তাবন্দি অবস্থায় ফেলে যায় বলে মনে করা হচ্ছে। এদিন শিয়াল বস্তাবন্দি দেহটি টানাটানি করতেই বিষয়টি নজরে আসে। স্থানীয়দের অনুমান, কেউ বা কারা খুন করে দেহটি জমিতে ফেলে যায়। এদিন ঘটনাস্থলে যান মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু। তাঁরা ঘটনাস্থল খতিয়ে দেখে জমির মালিক এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তদন্তের জন্য ঘটনাস্থলে ফরেন্সিক দল আসবে বলেও খবর। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত চলছে।