Malda | দুলাল সরকার খুনে বিহারের পূর্ণিয়া থেকে ধৃত যুবক, এই নিয়ে গ্রেপ্তার আট

Malda | দুলাল সরকার খুনে বিহারের পূর্ণিয়া থেকে ধৃত যুবক, এই নিয়ে গ্রেপ্তার আট

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


মালদা: মালদা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার খুনে গ্রেপ্তার করা হল মহম্মদ আসরার নামে বিহারের এক বাসিন্দাকে। ২২ বছরের মহম্মদ আসরার বিহারের পূর্ণিয়ার বাসিন্দা। এই নিয়ে দুলাল সরকার খুনে ধৃতের সংখ্যা দাঁড়াল ৮। তবে এখনও ৩ জন পলাতক রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, যে চারজন দুলাল সরকারকে খুনের দিন বন্দুক নিয়ে  পিছু ধাওয়া করেছিল ধৃত যুবক তাদেরই একজন।

গত ২ জানুয়ারি দুষ্কৃতীরা পিছু ধাওয়া করে গুলি করে খুন করে ইংরেজ বাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকারকে। তদন্তে নেমে বিহারের বাসিন্দা মহম্মদ সামি আখতার, আব্দুল গনি এবং ইংরেজবাজারের টিঙ্কু ঘোষ, অভিজিৎ ঘোষ ও অমিত রজককে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় ‘মূল চক্রী’ হিসেবে নাম উঠে আসে তৃণমূলেরই শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির। তাকেও গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় স্বপন শর্মা নামে আরও একজনকে। এবার ধরা পড়ল মহম্মদ আসরার। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার দাবি করেছিলেন, দুলাল সরকারকে খুনে ৫০ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল দুষ্কৃতীদের।  তবে পুলিশ এখনও পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তার করলেও বড় মাথা এখনও ধরা ছোঁয়ার বাইরে বলে তৃণমূলেরই একাংশের দাবি। একই দাবি করেছেন প্রয়াত দুলাল সরকারের স্ত্রী চৈতালী সরকারও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *