হরষিত সিংহ, মালদা: শেষ কয়েক বছরে ক্রিকেট, ফুটবলের সঙ্গে আরেকটি খেলাও ভারতীয়দের মনে বিশেষ জায়গা করে নিয়েছে, সেটা হল জ্যাভলিন থ্রো। নীরজ চোপড়ার কল্যাণে ভারতীয়রা আজকাল এই খেলার খোঁজখবর রেখেন, রাত জেগে টিভির সামনে বসে থাকেন। নীরজের পর ধীরে ধীরে উঠে এসেছেন কিশোর জেনা, রোহিত যাদব, ডিপি মনু, আন্নু রানি, শচীন যাদবরা। এঁদের দেখানো রাস্তাতেই এবার চলা শুরু করেছে মালদার (Malda) স্কুল ছাত্রী মিষ্টি কর্মকার। এশিয়ান যুব গেমসে অংশগ্রহণের সুযোগ পেয়েছে সে। সেখানে অনূর্ধ্ব ১৮ মহিলা জ্যাভলিন থ্রো বিভাগে দেশের একমাত্র প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করবে সে। এই নিয়ে দু’বার এশিয়ান গেমসে খেলার সুযোগ পেয়েছে মিষ্টি। এর আগে জুনিয়ার এশিয়ান গেমসে অংশগ্রহণ করে সপ্তম স্থান অধিকার করেছিল। এবার জাতীয় স্তরে প্রথম হয়ে দ্বিতীয়বারের জন্য এশিয়ান গেমসে খেলার সুযোগ করে নিয়েছে। মিষ্টি আশাবাদী এবার আগের থেকে ভালো ফল করবে। মিষ্টির কথায়, ‘দ্বিতীয়বার সুযোগ পেয়েছি, খুব ভালো লাগছে। প্রথমবার এশিয়ান গেমসে খেলতে নেমে একটু নার্ভাস হয়েছিলাম। এবার আশা করছি গতবারের থেকে অনেক ভালো ফল করব। আমার স্বপ্ন, মেডেল জিতে অলিম্পিকে সুযোগ করে নেওয়া।’
গত কয়েক বছরে জ্যাভলিন থ্রো-তে যথেষ্ট উন্নতি করেছে সে। রাজ্য থেকে জাতীয় স্তরে একাধিক সাফল্যের জন্য সাই ক্যাম্পে প্রশিক্ষণের সুযোগ করে নিয়েছে। বর্তমানে সাই ক্যাম্পে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে নিম্নবিত্ত পরিবারের এই মেয়ে। মিষ্টি মালদা শহরের কুলদীপ মিশ্র কলোনির বাসিন্দা। শহরের রেলওয়ে হাইস্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। বাবা সঞ্জয় রেলের হকার, মা সুচিত্রা গৃহবধূ। মিষ্টিরা তিন ভাইবোন। অভাবের সংসারে পড়াশোনার সঙ্গে খেলাধুলো চালিয়ে যাওয়া যথেষ্ট কষ্টকর। তারপরেও বাবা-মায়ের সহযোগিতায় নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে সে। মিষ্টির বাবা সঞ্জয় বলেন, ‘মেয়ের এমন সাফল্যে খুব ভালো লাগছে। মেয়ে দেশের হয়ে খেলতে যাচ্ছে এতে আমি গর্বিত।’
ইউথ ন্যাশনাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছিল বিহারের পাটনায়। সেখানে মিষ্টি ৪৫.২৫ মিটার জ্যাভলিন ছুড়ে প্রথম স্থান অধিকার করে। তারপরেই মেলে এশিয়ান গেমসে সুযোগ। এবার ইউথ এশিয়ান গেমসের আসর বসছে বাহরিনে। ২২ থেকে ৩১ অক্টোবর চলবে খেলা। এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীরা সেখানে অংশগ্রহণ করবে। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার উদ্যোগে এই প্রতিযোগিতার আসর বসছে। এই প্রতিযোগিতার জন্য দেশের পক্ষ থেকে দ্রুত এশিয়ান গেমস ক্যাম্প করা হবে। সেখানে নিয়মিত প্রশিক্ষণ চলবে।
মিষ্টির ব্যক্তিগত কোচ অসিত পাল বলেন, ‘মিষ্টির স্বপ্ন অলিম্পিকে খেলার। আশা করি সেটা পূরণ হবে। গতবারের থেকে এবার ভালো ফল হবে আশা করছি। তার জন্য মিষ্টি কঠোর পরিশ্রম করছে।’