মালদা: আন্তঃরাজ্য জালনোট পাচারচক্রের দুই কারবারীকে মালদার (Malda) বৈষ্ণবনগর এলাকা থেকে গ্রেপ্তার করল মহারাষ্ট্র পুলিশ (Maharashtra Police)। ধৃতরা হল, মলিক আসরাফ শেখ ও টনি জহিরুদ্দিন শেখ। বাড়ি মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের কোলাপুর জেলার গড়হিংলাজ থানা এলাকায় জালনোটের একটি মামলায় এই দুই ব্যক্তির যোগ মেলে। গড়হিংলাজ থানার পুলিশ জানতে পারে, এই দুই ব্যক্তি বৈষ্ণবনগর থানা এলাকায় রয়েছে। সেই অনুযায়ী বৈষ্ণবনগর থানার পুলিশের সহযোগিতায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ। এই মামলায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার (Arrest) করা হয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের সঙ্গে এই মামলার যোগসূত্র পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।