Mahakumbh । পুণ্যস্নান সেরে চুলকানিতে অস্থির কুম্ভফেরত রাচীর পুণ্যার্থীরা! ফের প্রশ্নের মুখে সঙ্গমের জল  

Mahakumbh । পুণ্যস্নান সেরে চুলকানিতে অস্থির কুম্ভফেরত রাচীর পুণ্যার্থীরা! ফের প্রশ্নের মুখে সঙ্গমের জল  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুণ্যস্নান সেরে এসে চুলকুনিতে অস্থির! খানিকটা এমন অবস্থাই হয়েছে কুম্ভফেরত রাচীর বেশ কিছু পুণ্যার্থীর। এমনটা দাবি করছেন রাচির বেশকিছু ত্বক বিশেষজ্ঞও। তাঁদের কাছে ত্বকে জ্বলন বা চুলকানির মতো উপসর্গ নিয়ে কুম্ভফেরত একাধিক মানুষ আসছেন বলেই জানিয়েছেন তাঁরা। আর এই আবহে পুনরায় মহাকুম্ভের দূষিত জল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই প্রসঙ্গে যশবন্ত লাল নামে এক জনৈক চিকিৎসক বলেন,‘‘সম্প্রতি ত্বকের সমস্যা নিয়ে কুম্ভফেরত বহু পুণ্যার্থী আমাদের কাছে আসছেন। অনেকেরই রয়েছে ফাংগাল সংক্রমণ, কারও বা চুলকানি। ভিজে জামাকাপড়ে দীর্ঘক্ষণ থাকলে বা নোংরা জলের সংস্পর্শে এলে এমনটা হতে পারে।’’

প্রসঙ্গত, এর আগেও প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের জলের মান নিয়ে প্রশ্ন তুলেছিল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB) এবং জাতীয় পরিবেশ আদালত (NGT)-র রিপোর্ট। জানানো হয়েছিল, কুম্ভের জলে যে মাত্রায় ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি তা এই জলকে স্নানের অনুপযুক্ত করে তুলেছে। অপরদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আবার এই জল শুধু স্নানেরই নয় খাওয়ার উপযুক্ত বলেও দাবি করেছিলেন। আর এরই মধ্যে রাচীর কুম্ভফেরত পুণ্যার্থীদের এই চুলকানির খবরে সেই ত্রিবেণী সঙ্গমের জল নিয়ে আবারও উঠে গেল প্রশ্নচিহ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *