উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছোট থেকেই দিদা-ঠাকুমারা ঘরোয়া তৈরি নানা টোটকায় রূপচর্চা(Magnificence suggestions) থেকে শুরু করে চুলেরও চর্চা করতেন। আর চুলের জন্যে জবা ফুল অনেক উপকারী। আয়ুর্বেদ ওষুধেও রয়েছে তার হাজার গুন। জবা ফুল থেকে তৈরি তেল লম্বা চুল বৃদ্ধির জন্য ভীষণ উপকারী। চুলপড়া ও তার অকালপক্কতাও রোধ করে এই ভেষজ তেল। বাড়িতে জবা গাছ থাকলে আপনিও এর সুফল পাবেন। কি উপায়ে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই তেল রইল তার হদিশ।
এই তেলে ব্যাকটিরিয়া ও ফাঙ্গাস প্রতিরোধক উপাদান রয়েছে যা আমাদের মাথাকে খুসকি আর সংক্রমণের হাত থেকে রক্ষা করে। জবা ফুলের থেকে তৈরি তেল চুলের গোড়াকে মজবুত করে চুল পড়া বন্ধ করে। জবার তেল ব্যবহার চুলকে মসৃণ করে চুলে জেল্লা বাড়াতে সাহায্য করে।
উপকরণ
চার থেকে পাঁচটি টাটকা জবা ফুল। এক কাপ নারকেল তেল।
পদ্ধতি
প্রথমে ফুলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনওরকম ক্ষতিকারক উপাদান তাতে না থাকে। এরপর পাপড়িগুলো ফুল থেকে আলাদা করে নিতে হবে। একটি ছোট পাত্রে নারকেল তেল নিয়ে অল্প আঁচে গরম করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে তেল বেশি গরম না হয়ে যায়। তাতে তেলের গুণাগুণ নষ্ট হবে। তেল সামান্য গরম হলে তাতে জবার পাপড়িগুলি দিতে হবে। পাপড়ি যাতে তেলে ডোবে ততটা পরিমাণ তেল নিতে হবে। একটা সময় পাপড়ি তেলে মিশে যাবে এবং তেল ফুলের রঙে রাঙা হয়ে উঠবে। অন্তত তিরিশ মিনিট তেল ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। শেষে তেল ছেঁকে পরিষ্কার পাত্রে রাখতে হবে।
এই তেল ধীরে ধীরে চুলের গোড়ায় লাগিয়ে অন্তত কুড়ি মিনিট রাখতে হবে। রাত্রে মাথায় তেল মাখার অভ্যাস থাকলে এই তেল ব্যবহার করতে পারেন। অবশ্যই পরের দিন ভালো করে শ্যাম্পু করতে হবে। ভালো রেজাল্ট পেতে সপ্তাহে কম করে দু’বার এই তেল ব্যবহার করতে পারেন।
পাশাপাশি শুকনো জবা ফুলের গুঁড়ো গরম তেলের সঙ্গে মিশিয়ে সেই তেলও ঠান্ডা করে ব্যবহার করতে পারেন। একই রকম ফল পাবেন। চুলের স্বাস্থ্য ও জেল্লা(Magnificence suggestions) বজায় রাখতে এই তেল নিয়মিত ব্যবহার করতে পারেন। তবে তেল ব্যবহারের পর শ্যাম্পু করা বাঞ্ছনীয়।