উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলার খিচুড়ি এখন মিলছে লন্ডনের হোটেলেও। লন্ডন সফরে গিয়ে সেই খিচুড়ি দিয়েই প্রাতরাশ সারলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই কিছু ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী কুণাল ঘোষ। আর এই ছবি পোস্ট হতেই ব্যাপক সারা ফেলেছে নেট দুনিয়ায়। মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের পুরোনো এক ঘটনাকে তুলে ধরে কুণালের কমেন্টস বক্স ভরিয়ে দিয়েছে কিছু নেটিজেন।
রবিবারই লন্ডনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনে রয়েছে একাধিক কর্মসূচি। শিল্প সম্মেলন থেকে শুরু করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন কেলগস কলেজে বক্তৃতা, সবই রয়েছে মমতার কর্মসূচিতে। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন বাণিজ্য সম্মেলনে। বৈঠক করবেন শিল্প মহলের সঙ্গে। সোমবার লন্ডনের ভারতীয় হাইকমিশনারের অফিস ইন্ডিয়া হাউসে গিয়েছিলেন মমতা। সেখানে ছিলেন ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সেখানে মুখ্যমন্ত্রী হাই কমিশনারকে উপহার দেন নিজের আঁকা একটি ছবি, কবিতা সংকলন কবিতাবিতান। হাইকমিশনারের তরফেও মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় নানান উপহার।
লন্ডনে খিচুড়ি। হোটেলের ব্রেকফাস্ট মেনুতে। ভাবা যায় না। বাঙালী, ভারতীয়, বিদেশি, সকলেই দেখছি খিচুড়িতে ডুবে। সকাল সাতটায় খিচুড়ি খেয়ে এক চক্কর হাঁটতে বেরোলাম। প্রবল ঠান্ডা। চার/পাঁচ। হাল্কা হাওয়া। তবে এখন ঝকঝকে আকাশ, রোদ্দুর। কিছুটা পরে শিল্পবৈঠক। pic.twitter.com/vck45Oy871
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 25, 2025
আর মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন বেশ কিছু ছবি পোস্ট করে নেট দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী কুণাল ঘোষ। লন্ডনে কী হচ্ছে, সেটা জানতে আগ্রোহী বঙ্গবাসী। সেখানকার ছবি পোস্ট করে কিছুট হলেও লন্ডনের সফরচিত্রের কিছুটা হলেও আভাস পাওয়া যাচ্ছে কুণাল ঘোষের পোস্টে। কুণাল পোস্ট করেছেন লন্ডনের বিলাসবহুল হোটেলে খাবারের মেনু। কুণালের ছবিতে দেখা যাচ্ছে, খাবারের টেবিলে পাত্রে রয়েছে খিচুড়ি। তার সামনেই কয়েকটি প্লেট রাখা রয়েছে। সেই প্লেটের উপর চামচ রাখা রয়েছে। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে কয়েকজন খাওয়াদাওয়া করছেন। নিজের এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, লন্ডনে খিচুড়ি। হোটেলের ব্রেকফাস্ট মেনুতে। ভাবা যায় না। বাঙালী, ভারতীয়, বিদেশি, সকলেই দেখছি খিচুড়িতে ডুবে। সকাল সাতটায় খিচুড়ি খেয়ে এক চক্কর হাঁটতে বেরোলাম। প্রবল ঠান্ডা। চার/পাঁচ। হাল্কা হাওয়া। তবে এখন ঝকঝকে আকাশ, রোদ্দুর। কিছুটা পরে শিল্পবৈঠক।
শুধু খাবারের ছবিই পোস্ট নয়, লন্ডনের হাইডপার্কে মুখ্যমন্ত্রী গিয়ে সদলবলে দৌড়চ্ছেন, এবং উলটো দিকে হাঁটছেন এমন ছবিও পোস্ট করেছেন কুণাল ঘোষ। কুণাল লিখেছেন, ব্যাক ওয়াক হাইড পার্কে। তবে কুণাল ঘোষ ছবি পোস্ট করতেই আলোড়ন পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। এই ছবি দেখার পরেই নানা জনে নানা মন্তব্য করছেন। নানান বিরূপ মন্তব্যে ভরে যাচ্ছে কুণালের কমেন্ট বক্স। মঙ্গল ও বুধবার ব্রিটিশ বণিকসভার সঙ্গে শিল্পপতিদের নিয়ে মমতার লগ্নি বৈঠক। বৃহস্পতিবার ঐতিহাসিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ‘বাংলার নারীর ক্ষমতায়ন ও সাফল্য’ নিয়ে বক্তৃতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।