উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএল(IPL)-এর জন্য নতুন অধিনায়ক বেছে নিল কলকাতা নাইট রাইডার্স(KKR)। গত বছর শ্রেয়সের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল দল। কিন্তু এবছর তাঁকে দলে রাখেনি কলকাতা। তাঁর জায়গায় অজিঙ্কা রাহানেকে নেতৃত্বের গুরুদায়িত্ব দিয়েছে দল।
বেশ কিছুদিন ধরেই ক্যাপ্টেন নির্বাচন নিয়ে জল্পনা চলছিল। রাহানের পাশাপাশি আরও বেশ কিছু নাম ঘোরাফেরা করছিল দলের অন্দরে। কিন্তু শেষপর্যন্ত অধিনায়ক হিসাবে রাহানেকেই বেছে নিল কেকেআর। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের অধিনায়কত্বের দায়িত্ব সামলান তিনি। ফলে নতুন এই দায়িত্ব খুব ভালোভাবেই সামলাবেন তিনি এমনটাই মনে করা হচ্ছে। অধিনায়কের পাশাপাশি সহ-অধিনায়ক হিসাবে নাম ঘোষণা করা হয়েছে বেঙ্কটেশ আয়ারের।
এদিন দলের নতুন জার্সিও প্রকাশ করেছে কেকেআর। একটি ভিডিওর মাধ্যমে এই নতুন জার্সি প্রকাশ্যে আনল কেকেআর। যেখানে দেখা যাচ্ছে, নতুন জার্সির বুকে রয়েছে তিনটি তারা। প্রসঙ্গত, কেকেআর আইপিএল ট্রফিও জিতেছে ৩ বার। এছাড়াও জার্সির হাতায় দেখা যাচ্ছে সোনালি রঙের একটি ব্যাজ। জানা গিয়েছে, গতবছর চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এবছর এই লোগোটি থাকবে তাঁদের জার্সিতে। এই বিষয়টিও এবছর থেকেই নতুন শুরু হল বলে জানা গিয়েছে।