কিশনগঞ্জ: সীমান্ত পেরিয়ে নেপালের হাতি চলে এল মেলার মাঠে। বুধবার সকালে দুটি হাতি চলে আসে কিশনগঞ্জের ইন্দো-নেপাল সীমান্তের ধনটোলা গ্রাম পঞ্চায়েতের দোরিয়া গ্রামে। এদিন সকালে এই গ্রামের একটি মাঠে নববর্ষের সিরুয়া মেলার প্রস্তুতি চলছিল। মেলায় আসা দোকানীরা পসরা সাজাতে ব্যস্ত ছিল। সেই সময় মেলার মাঠে চলে আসে হাতি। সাতসকালে গ্রামে হাতি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন মেলায় আসা ব্যবসায়ীরা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাও। হাতি দুটি গ্রামের অলিগলি ঘুরে শেষে এলাকার একটি ভুট্টা খেতে ঢুকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। হাতিদুটি এলাকায় কোনও ক্ষতি না করলেও লন্ডভন্ড করেছে ভুট্টা খেতটি। হাতিদুটির ওপর নজরদারি চালাছে বনদপ্তরের কর্মীরা।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সীমান্ত পেরিয়ে হাতি দুটি এসেছে নেপালের ঝাঁপা জেলার চার কোশী জঙ্গল থেকে। মূলত ভুট্টার লোভে প্রতিবছরই এই সময় সীমান্ত পেরিয়ে ভারতে আসে নেপালের হাতি। এই প্রথম হাতি চলে এল সীমান্তবর্তী দোরিয়া গ্রামে। স্থানীয় বাসিন্দা ঘনশ্যাম সিংহ জানান, ‘মাঝে মধ্যে শুনি রাতের অন্ধকারে নেপালের হাতি ভুট্টার লোভে লোকালয়ে চলে আসে। এবার আমার গ্রামেই হাতি চলে এল। সাতসকালে ঘরে বসে কাছ থেকে হাতি দর্শন এবারই প্রথম।’
এদিকে সকাল থেকে বিকেল পর্যন্ত ভুট্টা খেতেই ছিল হাতি দুটি। কোনওভাবেই যাতে দুই বুনো মেলায় চলে আসতে না পারে সেকারণে কড়া নজরদারি ছিল বনকর্মীদের। অন্ধকার নামতেই সেগুলিকে জঙ্গলে ফেরানোর কাজ শুরু করেছেন বনকর্মীরা।