খড়িবাড়ি: ঘনিষ্ঠ বন্ধুরাই খুনি! খড়িবাড়ির বুড়াগঞ্জে ই-রিকশা চালক হত্যার ২৪ ঘন্টার মধ্যেই খুনের কিনারা করল খড়িবাড়ি পুলিশ (Khoribari)। খুনের অভিযোগে গ্রেপ্তার মৃতের প্রতিবেশী বন্ধু বিমল বর্মন ও সুজয় রায়। উভয়ের বাড়ি বুড়াগঞ্জের বক্তরভিটা এলাকায়। বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতের (Siliguri Courtroom) পাঠিয়েছে খড়িবাড়ি পুলিশ।
মঙ্গলবার সকালে সুজয় সরকার নামে এক ই রিকশা চালকের মৃতদেহ খড়িবাড়ির সুবলজোত গ্রাম থেকে উদ্ধার হয়। তার বাড়ি বুড়াগঞ্জের বক্তরভিটা এলাকায়। মৃতের পরিবারের দাবি ছিল তাকে খুন করা হয়েছে। পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার দুপুরেই দু’জনকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ করে। ধৃতরা পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করে নেয়। পুলিশ সূত্রে জানা যায়, খুনিরা মৃতের প্রতিবেশী বন্ধু। গতকাল রাতে তারা একসঙ্গে মদ্যপানও করে। এরপর মৃত ই-রিকশা চালক ধৃত বিমল বর্মনের স্ত্রী সম্পর্কে কটূক্তি করায় বচসা সৃষ্টি হয়। এরপরই গলায় গামছার ফাঁস দিয়ে ই-রিকশা চালক সুজয় সরকারকে মেরে ফেলে বলে অভিযোগ। অভিযুক্তদের এদিন শিলিগুড়ি আদালতে তুলে তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশ রিমান্ডের জন্য আবেদন করেছে খড়িবাড়ি পুলিশ।
খুনের প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় বলেন, ২৪ ঘন্টার মধ্যে দুজনকে খুনের অভিযোগে গ্রেপ্তার (Aresst) করা হয়েছে। তারা খুনের বিষয়টি স্বীকার করেছে। মৃত ব্যক্তি মহিলা আসক্ত ছিল। অভিযুক্ত খুনিদের পরিবারের মহিলাদের নিয়ে আপত্তিকর কথাবার্তা বলায় রাগের মাথায় অভিযুক্তরা খুন করেছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।