উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের কিস্তোয়ারের পর এবার মেঘভাঙা বৃষ্টিতে (J&K Cloudburst) বিপর্যয় কাঠুয়ায় (Kathua)। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। আহত হয়েছেন ৬ জন।
জানা গিয়েছে, শনিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয় জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায়। এরপর গভীর রাতে মেঘভাঙা বৃষ্টির জেরে কাঠুয়া জেলার একটি প্রত্যন্ত গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রবল বর্ষণে জলে ডুবে গিয়েছে বাড়িঘর। জম্মু-পাঠানকোট জাতীয় সড়কেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইনও। ইতিমধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। এদিকে, ভারী বৃষ্টিপাতের ফলে নদী এবং অন্যান্য এলাকায় তীব্রভাবে বাড়ছে জলস্তর। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসন। সেই সঙ্গে সুরক্ষার জন্য জনগণকে ওই এলাকাগুলি থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবারই মেঘভাঙা বৃষ্টি, হড়পায় ব্যাপক ক্ষতি হয় জম্মু-কাশ্মীরের কিস্তোয়ারের চসোটি গ্রামে। এখনও পর্যন্ত ৬০ জনেরও বেশি মানষের মৃত্যু হয়েছে সেই ঘটনায়। নিখোঁজ রয়েছেন অনেকে। যাদের অনেকেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এবার মাত্র তিনদিনের ব্যবধানে ফের মেঘভাঙা বৃষ্টির কবলে উপত্যকা।