Jalpaiguri | ‘এভারেস্টের দেশে’ আটকে জলপাইগুড়ির গবেষক, উৎকণ্ঠায় গোটা পরিবার

Jalpaiguri | ‘এভারেস্টের দেশে’ আটকে জলপাইগুড়ির গবেষক, উৎকণ্ঠায় গোটা পরিবার

শিক্ষা
Spread the love


জলপাইগুড়ি: নেপালে (Nepal) আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে গিয়ে আটকে পড়েছেন জলপাইগুড়ি গবেষক তরুণ ময়ূখ ভট্টাচার্য (PHD Scholar)। বাড়ি শহরের গোমস্ত পাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে চলতি মাসের ৬ তারিখ কাঠমান্ডু গিয়েছিলেন ময়ূখ। তিনি কৃষি নিয়ে গবেষণা করছেন। ওই সেমিনারে দেশের বিভিন্ন জায়গা থেকে ১৫০ জন গবেষক অংশ নিয়েছিলেন। গত ৭ তারিখ সেমিনার শেষে বাকিরা দেশে ফিরলেও ময়ূখ সহ ৩৫ জন ভারতীয় এখনও কাঠমান্ডুতে আটকে রয়েছেন। নেপালের ভয়াবহ পরিস্থিতি (Nepal Violence) নিয়ে ইতিমধ্যেই পরিবারের সঙ্গে কথা বলেছেন ময়ূখ। বর্তমানে সেনা পাহারায় কাঠমান্ডুর একটি হোটেলে রয়েছেন তিনি এবং বাকি গবেষকেরা। তার মধ্যে কোচবিহার (Cooch Behar), আলিপুরদুয়ারের (Alipurduar) দু’জন গবেষকও রয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *