ISRO Satellite tv for pc Launch | তৃতীয় পর্যায়ে পৌঁছতেই বিপত্তি! স্যাটেলাইট উৎক্ষেপণের পর মাঝপথেই ব্যর্থ ইসরোর অভিযান

ISRO Satellite tv for pc Launch | তৃতীয় পর্যায়ে পৌঁছতেই বিপত্তি! স্যাটেলাইট উৎক্ষেপণের পর মাঝপথেই ব্যর্থ ইসরোর অভিযান

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝপথেই ব্যর্থ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর অভিযান (ISRO Satellite tv for pc Launch)। রবিবার ভোরে উৎক্ষেপণ করা হয়েছিল ইসরোর স্যাটেলাইট ইওএস-০৯ (EOS-09)। ওই স্যাটেলাইট নিয়ে রওনা দিয়েছিল পিএসএলভি-সি৬১ মহাকাশযান (PSLV-C61)। কিন্তু মাঝপথেই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হওয়ায় স্যাটেলাইটটিকে মহাকাশের নির্ধারিত কক্ষপথে নামাতে পারেনি মহাকাশযানটি।

জানা গিয়েছে, এদিন শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ভোর ৫টা ৫৯ মিনিট নাগাদ পিএসএলভি-সি৬১ মহাকাশযানে করে পাঠানো হয় ইওএস-০৯ স্যাটেলাইটটিকে। উৎক্ষেপণ সফল হলেও মিশনের তৃতীয় ধাপে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। যে কারণে মাঝপথেই মিশনটি বাতিল করতে বাধ্য হন ইসরোর আধিকারিকরা। অভিযানের উৎক্ষেপণের সময় থেকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছিল ইসরো। সেটি চলাকালীনই অভিযানের ব্যর্থতার কথা স্বীকার করে নেন ইসরো প্রধান ভি নারায়ণান। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় বিবৃতিতে ইসরোর তরফে বলা হয়, ‘আজ ১০১তম উৎক্ষেপণের চেষ্টা করা হয়েছিল। পিএসএলভি-সি৬১-এর কর্মক্ষমতা দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল। কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশনটি সম্পন্ন করা সম্ভব হয়নি।’

প্রাথমিক তথ্য থেকে জানা গিয়েছে, ১,৬৯৬ কেজি ওজনের ইসরোর এই স্যাটেলাইটির কাজ ছিল যে কোনও আবহাওয়াতেই মহাকাশ থেকে পৃথিবীর স্পষ্ট ছবি পাঠানো। জাতীয় সুরক্ষা ও প্রাকৃতিক বিপর্যয় সামলাতে যথেষ্ট গুরুত্বপূর্ণ হত এই স্যাটেলাইটের কার্যকলাপ। ৫২৪ কিলোমিটারের সূর্য-সমকালীন পোলার কক্ষপথে স্যাটেলাইটটিকে নামানোর কথা ছিল। কিন্তু তৃতীয় পর্যায়ের মোটরটিতে, উৎক্ষেপণের পর ২০৩ সেকেন্ডের মধ্যে সমস্যা দেখা দেয়।

যদিও পিএসএলভি রকেটের মাধ্যমে এখনও পর্যন্ত ৬৩টি উৎক্ষেপণ করা হয়েছে। যার মধ্যে এইবার নিয়ে তিনটি অভিযান ব্যর্থ হয়েছে। ২০১৭ সালের পর এটিই ছিল প্রথম ব্যর্থতা। তবে চলতি বছরে আরও চারটি পিএসএলভি উৎক্ষেপণের কথা রয়েছে বলে জানিয়েছে ইসরো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *