Israel | ‘আন্তর্জাতিক সাহায্য চাওয়া হয়েছে’, দাবানল ও বালিঝড়ে বিপর্যস্ত ইজরায়েলে জারি জরুরি অবস্থা

Israel | ‘আন্তর্জাতিক সাহায্য চাওয়া হয়েছে’, দাবানল ও বালিঝড়ে বিপর্যস্ত ইজরায়েলে জারি জরুরি অবস্থা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভয়াবহ দাবানলের গ্রাসে ইজরায়েল। বালিঝড়ে ঢেকে গিয়েছে জেরুজালেমের আকাশ। দমকল কর্মীদের অবস্থা শোচনীয় হয়ে উঠছে সেই আগুন নেভাতে গিয়ে। পরিস্থিতি এতটাই ভয়ংকর হয়ে উঠেছে যে, বন্ধ করে দিতে হয়েছে স্বাধীনতা উদযাপনের অনুষ্ঠান। ঘটনা ঘিরে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

সূত্রের খবর, ইজরায়েলের ‘মেমোরিয়াল ডে’তেই জেরুজালেমে এই ভয়ঙ্কর দাবানলের সৃষ্টি হয়। এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষকে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানান গিয়েছে। মৃত্যুর কোনও খবর এখনও না পাওয়া গেলেও যখন হয়েছেন অন্তত ১৩ জন। সমাজমাধ্যমে এই দাবানলের ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, জেরুজালেম থেকে তেল আভিভ যাওয়ার হাইওয়ের পাশে দাউদাউ করে জ্বলছে আগুন। ইতিমধ্যেই ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

এর পাশাপাশি বালিঝড়ের প্রকোপ দেখা দিয়েছে, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই দাবানলকে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল হিসাবে চিহ্নিত করেছে ইজরায়েলের দমকল বিভাগ। একাধিক যুদ্ধবিমান এবং হেলিকপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে আনার কাজে। এই প্রসঙ্গে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কার্তজ বলেন, “আমরা জরুরী অবস্থার মধ্যে রয়েছি। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলার জন্য আন্তর্জাতিক সাহায্য চাওয়া হয়েছে।” সূত্রের খবর, ইজরায়েলের আবেদনে সাড়া দিয়ে ইউক্রেন, স্পেন, ফ্রান্স, রোমানিয়া, ক্রোয়েশিয়া এবং ইটালি সেখানে যুদ্ধবিমান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। এই ভয়ঙ্কর দাবানলে এখনও পর্যন্ত প্রায় ৩ হাজার একর জমির পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *