অরুণ ঝা, ইসলামপুর: ইসলামপুরের (Islampur) শান্তিনগরে আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রেল। এই প্রকল্পের জন্য সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে থানা কলোনি ও শান্তিনগরের মধ্যে যাতায়াতে সুবিধা হবে। বৃহস্পতিবার দিল্লি থেকে একটি ভিডিওবার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানিয়েছেন স্থানীয় সাংসদ বিজেপির কার্তিক পাল। তবে প্রস্তাবিত ওই আন্ডারপাস দিয়ে বড় পণ্যবাহী যানবাহন যাতায়াত করতে পারবে না বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে, এই ইস্যুতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে আলিনগর স্টেশন রোড ফ্লাইওভার ডিমান্ড কমিটি। কমিটির সভাপতি ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তৃণমূলের গুরুদাস সাহা। গুরুদাস জানিয়েছেন, আন্ডারপাস প্রকল্পকে স্বাগত। কিন্তু ফ্লাইওভার তৈরি না হওয়া পর্যন্ত মূল সমস্যা মিটবে না। কার্তিক নিজেও এই ইস্যুতে গুরুদাসের সঙ্গে সহমত পোষণ করেছেন। কিন্তু উত্তর দিনাজপুরের জেলা শাসক এ বিষয়ে যতক্ষণ না নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিচ্ছেন, ততক্ষণ ফ্লাইওভারের অনুমোদন প্রক্রিয়া শুরু করা সম্ভব নয় বলে সাংসদ দাবি করেছেন। উত্তর-পূর্ব রেলের তরফে ফ্লাইওভারের জন্য এনওসি চেয়ে জুলাই মাসের শেষদিকে জেলা শাসককে চিঠি দেওয়া হয়েছে। এবিষয়ে প্রতিক্রিয়া জানতে জেলা শাসক সুরেন্দ্রকুমার মিনাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
ইসলামপুর শহরে আলিনগর, শান্তিনগর ও মিলনপল্লি রেলগেট এলাকাবাসীর নিত্যদিনের যন্ত্রণার কারণ। সম্প্রতি এ বিষয়ে উত্তরবঙ্গ সংবাদে খবরও প্রকাশিত হয়েছে। কার্তিক এদিন বলেছেন, ‘বাসিন্দারা দীর্ঘদিন ধরে আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে আসছেন। আমি রেলমন্ত্রীর কাছে দফায় দফায় দরবার করেছি। শেষপর্যন্ত গত ৬ অগাস্ট রেল কর্তৃপক্ষ শান্তিনগর এলাকায় আন্ডারপাসের প্রকল্পকে অনুমোদন দিয়েছে। এজন্য পাঁচ কোটি ৫৫ লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দ করেছে রেল। দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করা হবে।’
শান্তিনগরের বাসিন্দা বুম্বা চক্রবর্তীর মন্তব্য, ‘রেলগেটে আটকে থাকার যন্ত্রণা কিছুটা হলেও লাঘব হবে। আমাদের জন্য এটাই আনন্দের।’ এদিকে গুরুদাসের বক্তব্য, ‘আন্ডারপাস প্রকল্পকে স্বাগত। তবে এটা কিন্তু স্থায়ী সমাধান নয়। ফ্লাইওভার ছাড়া দমকলের ইঞ্জিন সহ ভারী পণ্যবাহী যানবাহন যাতায়াত করতে পারবে না।’ কার্তিকের যুক্তি, ‘রেল জেলা শাসকের কাছে ফ্লাইওভারের জন্য এনওসি চেয়েছে। জেলা শাসক এনওসি দিলেই জটিলতা কেটে যাবে। ফ্লাইওভারের প্রয়োজনীয়তা অস্বীকার করা যাবে না।’