ISL | অবনমনে কি রাজি হবে এফএসডিএল, প্রশ্ন ফুটবল মহলে

ISL | অবনমনে কি রাজি হবে এফএসডিএল, প্রশ্ন ফুটবল মহলে

ভিডিও/VIDEO
Spread the love


কলকাতাঃ আইএসএল করতে আদৌ কি আর আগ্রহী হবে এফএসডিএল? অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন সুপ্রিম কোর্টের দেওয়া অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের খসড়া সংবিধান ও রায়ের পর। কারণ এফএসডিএল চিরকালই ক্লোজ লিগ চেয়ে এসেছে। তারা শেষপর্যন্ত ‘প্রমোশনে’ রাজি হলেও এখনই অবনমনে নারাজ। তার কারণ অবশ্যই ক্লাবগুলির আপত্তি। গত ১১ বছরে তারা বহু টাকা বিনিয়োগ করেছে এই যুক্তিতে বহু ক্লাবেরই ‘রেলিগেশনে’ আপত্তি। এমনকি তেমন হলে তারা দল তুলে দেওয়ার হুমকিও দিয়ে রেখেছে। এই অবস্থায় যদি সত্যিই এবার থেকে অবনমন চালু করা হয় তাহলে আইএসএলে বিনিয়োগ করা ক্লাবগুলির মধ্যে কোনও কোনও ক্লাব সরে যেতেই চাইবে। সেক্ষেত্রে এফএসডিএল আর ভারতীয় ফুটবলে বিনিয়োগে রাজি হবে কিনা, প্রশ্ন সেখানেই। এমনিতেই হায়দরাবাদ এফসি, কেরালা ব্লাস্টার্স, ওডিশা এফসি-র মতো বেশকিছু ক্লাব আর্থিক সমস্যায়। শেষপর্যন্ত যদি দেশের সর্বোচ্চ লিগ এআইএফএফ চালায় এবং এফএসডিএল সরে যায়, তাহলে তারা আর দল ধরে রাখতে আগ্রহী নাও হতে পারে।

তাছাড়া টাকা দিলেও লিগ চালানোর অধিকার না থাকলে এফএসডিএলও কি আর চাইবে ফুটবলে থাকতে? অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন এই বিষয়ে। ২০১০ সালে চুক্তির পর ফেডারেশন দ্বারা পরিচালিত আই লিগই ছিল এদেশের সর্বোচ্চ লিগ। এরপর ২০১৪ সালে আইএসএল চালু করে রিলায়েন্স-আইএমজিআর। যা তাদেরই চাপে ২০১৯ সাল থেকে সরকারিভাবে দেশের সর্বোচ্চ লিগ হিসাবে স্বীকৃতি পায়। কিন্তু নিজেদের হাত থেকে লিগের কর্তৃত্ব বেরিয়ে গেলে কী হবে বলা মুশকিল। ফলে নতুনকরে টেন্ডার বাজারে ছাড়ার পর বোঝা যাবে কারা ফুটবলে অর্থ বিনিয়োগে রাজি। তাই এফএসডিএল দরপত্র জমা দেয় কিনা সেদিকেই এখন তাকিয়ে এদেশের ফুটবল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *