IPL 2025 | কেকেআর, আরসিবি-কে শেষ চারে দেখছেন ডিভিলিয়ার্স

IPL 2025 | কেকেআর, আরসিবি-কে শেষ চারে দেখছেন ডিভিলিয়ার্স

শিক্ষা
Spread the love


কলকাতা: গত ১৭ বারের মধ্যে ৯ বার আইপিএল প্লে-অফে খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার মধ্যে তিনবার রানার্স। এবারেও শেষ চারে পৌঁছাবে আরসিবি। আইপিএলে বল গড়ানোর আগেই ভবিষ্যদ্বাণী এবি ডিভিলিয়ার্সের। বাকি কোন কোন দলকে নকআউটে দেখা যেতে পারে তাও জানালেন তিনি।

ডিভিলিয়ার্সের বিশ্বাস, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও শেষ চারে জায়গা করে নেবে। একই আশা প্রকাশ করেছেন মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্সকে নিয়েও। এবিডি বলেছেন, ‘মুম্বই ইন্ডিয়ান্স এবং আরসিবি-র দলে এবার দারুণ ভারসাম্য রয়েছে। আমার চোখে সেটাই ওদের এগিয়ে রাখছে। গুজরাটও নকআউটে পৌঁছানোর অন্যতম দাবিদার। কেকেআরও দৌড়ে থাকবে।’ প্রাক্তন প্রোটিয়া তারকার মতে, ‘চেন্নাই সুপার কিংসের সমর্থকরা এবার হতাশ হতে পারেন। আমার ধারণা, শক্তিশালী দল হলেও ফেভারিটের তালিকায় ওরা থাকবে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *