Indian Cricket Crew Jersey | ড্রিম ১১ সরতেই বিরাট ছাড় ঘোষনা ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে

Indian Cricket Crew Jersey | ড্রিম ১১ সরতেই বিরাট ছাড় ঘোষনা ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৯ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগে এবার অনেক কম দামে টিম ইন্ডিয়ার (Crew India) ক্রিকেটারদের জার্সি (Jersey) কিনতে পারবেন ভারতীয় সমর্থকরা। ড্রিম ১১ (Dream 11) আর এখন ভারতীয় ক্রিকেট দলের স্পনসর নেই। তাই তারা সরে দাঁড়াতেই ভারতীয় ক্রিকেটারদের জার্সির দাম কমে গিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট দলের জার্সির নির্মাতা অ্যাডিডাস (Adidas)

ওই বিপুল পরিমান টাকা ছাড় দেওয়ার ফলে টিম ইন্ডিয়ার অফিসিয়াল জার্সির দাম ৫,৯৯৯ টাকা থেকে কমিয়ে ১,১৯৯ টাকা হয়েছে। অর্থাৎ, ৪৮০০ টাকা দাম কমে গিয়েছে।

দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল পাশ হওয়ার পর ড্রিম ১১ য়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন নতুন স্পনসর খুঁজছে ভারতীয় বোর্ড। এর ফলে জার্সি প্রস্তুতকারী সংস্থাটি ড্রিম ১১ য়ের লোগো সংবলিত জার্সি সরিয়ে দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *