India-Pakistan Stay | ভারতের বিভিন্ন শহরে পাক হানা, আক্রমণ প্রতিহত করে লাহোর-ইসলামাবাদে হামলা ভারতের

India-Pakistan Stay | ভারতের বিভিন্ন শহরে পাক হানা, আক্রমণ প্রতিহত করে লাহোর-ইসলামাবাদে হামলা ভারতের

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) পর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। বুধবার রাতে ভারতের ১৫টি শহরের সেনা ছাউনিতে হামলা চালানোর চেষ্টাও করেছিল পাকিস্তান। কিন্তু ভারত তা প্রতিহত করেছে। উলটে ভারতের (India-Pakistan Rigidity Stay Replace) পালটা জবাবে পাকিস্তানের একাধিক এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জম্মুতে বেজে উঠল সাইরেন। হয়ে যায় ব্ল্যাকআউট। জানা গিয়েছে, আকাশে একাধিক আলোর বিন্দু দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনা সূত্রে খবর, বেশকিছু ড্রোন গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া জম্মুতে বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে।

  1. জম্মু ইউনিভার্সিটির সামনে দুটি ড্রোন ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী। 
  2. পুরো জম্মুতে ব্ল্যাকআউট, বাজছে সাইরেন
  3. পঞ্জাবের বিভিন্ন জায়গায় ব্ল্যাকআউট
  4. জম্মুর পাশাপাশি পাঠানকোট, অমৃতসর, পুঞ্চেও সাইরেন বাজানো হচ্ছে বলে জানা গিয়েছে। সেখানেও সম্পূর্ণ ব্ল্যাকআউট (Blackout) করা হয়েছে।
  5. রাজস্থানের পাক সীমান্ত ঘেঁষা এলাকাগুলতে ব্ল্যাকআউট করা হয়েছে। হাসপাতালের আলো নিভিয়ে দেওয়া হচ্ছে।
  6. সেনা সূত্রে খবর, কুপওয়ারায় জনবহুল এলাকায় গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষকে।
  7. জম্মু বিমানবন্দরেও হামলার চেষ্টা পাকিস্তানের। জম্মুর সিভিল এয়ারপোর্ট, সাম্বা, আরএস পুরা, আর্নিয়া ও সংলগ্ন অঞ্চলে টার্গেট করে মোট আটটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। তবে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সমস্ত ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা হয়।
  8. পাকিস্তানের তিনটি পাক যুদ্ধবিমান একটি এফ-১৬ এবং দুটি জেএফ-১৭ ধ্বংস করল ভারত। ধ্বংস করা হয়েছে ৮টি ক্ষেপণাস্ত্র। 
  9. জয়সলমের বিমানবন্দরেও হামলার চেষ্টা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে।
  10. জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থানের পর ব্ল্যাকআউট করা হল গুজরাটে
  11. পাকিস্তানের দিক থেকে আসা ছোট ড্রোনগুলিকে আটকাতে ভারত শক্তিশালী বিমান প্রতিরক্ষা অস্ত্র L-70 ব্যবহার করছে।
  12. লাহোরে ড্রোন হামলা চালানো হয়েছে ভারতের তরফে
  13. পাকিস্তানের শিয়ালকোটেও ভারতের তরফে ড্রোন হামলা চালানোর খবর মিলেছে
  14. প্রধানমন্ত্রীকে পাকিস্তানের প্রত্যাঘাত ও ভারতের পালটা পদক্ষেপ নিয়ে কথা বলেছেন জাতী নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। প্রধানমন্ত্রীকে গোটা পরিস্থিতি বিস্তারিত জানানো হয়েছে।
  15. আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর
  16. পাকিস্তানের এফ-১৬ বিমানের পাইলটকে গ্রেপ্তার করা হল
  17. করাচি বন্দরে হামলা চালাল আইএনএস বিক্রান্ত, বিধ্বস্ত করাচি বন্দর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *