উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিমানের (Pak-run flights) জন্য এবার আকাশসীমা নিষিদ্ধ করল ভারত (India Airspace)। পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত। এরপরই পালটা পদক্ষেপ করে ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা আগেই বন্ধ করেছিল পাকিস্তান। এবার একই পথে হাঁটল ভারতও।
এনিয়ে বুধবার রাতে একটি নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। যাতে সাফ উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের যাত্রীবাহী (Business airways) বা সামরিক বিমান (Army flights) ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। আগামী ২৩ মে পর্যন্ত পাক বিমানের জন্য বন্ধ থাকবে ভারতের আকাশসীমা। যদিও পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে ভারতের পালটা প্রত্যাঘাতের আশঙ্কায় ভারতীয় আকাশসীমা এড়িয়েই চলছিল পাক বিমানগুলি। এবার তাতে ভারত আনুষ্ঠানিকভাবেই নিষেধাজ্ঞা জারি করল। এরপর থেকে পাকিস্তানের বিমানগুলিকে কুয়ালালামপুরের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার গন্তব্যে পৌঁছানোর জন্য চিন বা শ্রীলঙ্কার মতো দেশগুলির মধ্য দিয়ে যেতে হবে। এতে অনেকক্ষণ সময় লাগার পাশাপাশি বাড়বে যাতায়াতের খরচও। পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় ভারতের অনেক বিমানকেও একই সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তবে সূত্রের খবর, ভারত যে কোনও সময় সামরিক অভিযান চালাতে পারে এই আশঙ্কায় ইতিমধ্যে পাকিস্তান একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করেছে। নজরদারি বৃদ্ধি করা হয়েছে আকাশসীমায়। ভারতের বিমান তো সেখানে নিষিদ্ধ আছেই, ভারতের আকাশসীমা দিয়ে কোনও বিদেশি বিমানও যদি পাকিস্তানে প্রবেশ করে, তাতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ পর্যটক। এই হামলায় পাক মদতের অভিযোগ উঠলেও প্রথম থেকেই তা অস্বীকার করেছে ইসলামাবাদ। কিন্তু ঘটনার জবাবে সিন্ধু জলচুক্তি বাতিল, পাকিস্তানিদের ভিসা বাতিল, ওয়াঘা-অটারি সীমান্ত বন্ধ সহ একাধিক পদক্ষেপ করেছে ভারত। তাতেই নতুন সংযোজন পাক বিমানের জন্য ভারতের আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত। অন্যদিকে, পালটা জবাবে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, আকাশসীমা বন্ধ সহ বেশ কিছু পদক্ষেপ আগেই করেছিল পাকিস্তান।