উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ হেডিংলির পর এজবাস্টনে দ্বিতীয় টেস্টেও টসে হেরে গেলেন শুভমান গিল। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৭ রানের ইনিংস খেলেছেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় টেস্টেও শতরান করলেন অধিনায়ক শুভমান গিল। প্রথম দিনের শেষে ভারতের রান ৫ উইকেটের বিনিময়ে ৩১০। গিলের সঙ্গে ক্রিজে রয়েছেন জাদেজা। ভারতীয় দলে তিন পরিবর্তন করেছে ম্যানেজমেন্ট। প্রত্যাশিতভাবেই এই ম্যাচে খেলছেন না জসপ্রীত বুমরাহ।তাঁর জায়গায় দলে এসেছেন আকাশদীপ।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাত্র ১৩ রানের জন্য শতরান হাতছাড়া করলেন যশস্বী জয়সওয়াল। তরুণ ওপেনার ব্যাটারের ব্যাটে ভেঙে গিয়েছে ৫১ বছরের পুরনো রেকর্ড। এদিন বার্মিংহামের মেঘলা পরিবেশে ইংল্যান্ড বোলারদের সুইং সামলাতে গিয়ে হিমসিম খেতে হয় কেএল রাহুল, যশস্বী জয়সওয়ালদের। শুরুতেই মাত্র ২ রান করে ওকসের বলে প্লেড অন হয়ে সাজঘরে ফিরেও যান কে এল রাহুল। অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে তাঁর ব্যাটের কানায় লেগে ঢুকে এসে উইকেট ভেঙে দেয়। ভারত ১৫ রানে হারায় প্রথম উইকেট।
রাহুল আউট হলেও এদিন একই রকম ফর্মে ছিলেন যশস্বী। কার্সের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে আউট হলেন করুণ। তিনি অফ স্টাম্পের বাইরে পড়া বলের বাড়তি বাউন্স সামলাতে ব্যর্থ হন। ভারত ৯৫/২। তৃতীয় উইকেটের জুটিতে ভালো ব্যাট করছিলেন যশস্বী ও গিল। ভালো খেলছিলেন যশস্বী জয়সওয়াল। দেখে মনে হচ্ছিল, আরও একটি শতরানের দিকে এগোচ্ছেন তিনি। কিন্তু বেন স্টোকসের অফ স্টাম্পের অনেক বাইরের বলে চালাতে গিয়ে খোঁচা মেরে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ৮৭ রান করে আউট হন এই ভারতীয় ওপেনার। যশস্বী আউট হলেও দায়িত্ব নিয়ে ব্যাট করেন অধিনায়ক শুভমন। ১২৭ বলে অর্ধশতরান পূর্ণ করলেন ভারত অধিনায়ক। শোয়েব বসিরের বলে ছক্কা মারতে গিয়ে লং অফে জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিলেন পন্থ (২৫)। ভারত ২০৮ রানের মাথায় হারায় ৪ উইকেট। ওকসের বল ছেড়ে বোল্ড নীতীশ (১)। অফ স্টাম্পের বাইরে পড়া বলের সুইংয়ে পরাস্ত তরুণ অলরাউন্ডার। ভারত ২১১/৫।
পর পর দুই টেস্টে শতরান করে ফেলেন শুভমন। দিনের শেষে ১১০ রানে ব্যাট করছেন শুভমন এবং ৩৯ রানে ক্রিজে রয়েছেন জাদেজা। দিনের শেষে ভারত ৫ উইকেটের বিনিময়ে ৩১০।