Imran Khan | ‘যখন রাত সবচেয়ে অন্ধকার’, ইমরান খানের জামিন মঞ্জুর পাক শীর্ষ আদালতে

Imran Khan | ‘যখন রাত সবচেয়ে অন্ধকার’, ইমরান খানের জামিন মঞ্জুর পাক শীর্ষ আদালতে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দীর্ঘ আইনি লড়াইয়ে এবার যুক্ত হল এক নতুন অধ্যায়। বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট ২০২৩ সালের ৯ মে-র হিংসা-সংক্রান্ত আটটি মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে। তবে এই আইনি বিজয় সত্ত্বেও এখনই তাঁর কারামুক্তি হচ্ছে না। অন্যান্য বিচারাধীন মামলার কারণে তাঁকে আপাতত কারাগারেই থাকতে হবে বলে জানা গিয়েছে।

এই রায়কে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) তাদের একটি বড় জয় হিসেবে দেখছে। দলের পক্ষ থেকে সমাজমাধ্যমে ইমরানের একটি ভিডিও বার্তা পোস্ট করা হয়েছে, যেখানে তিনি  তাঁর সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “একটা কথা সবসময় মাথায় রাখবেন। যখন রাত সবচেয়ে অন্ধকার হয়, তার অর্থ হল সকাল আসতে আর দেরি নেই।”

এদিন বিচারপতি ইয়াইয়া আফ্রিদি, বিচারপতি মুহাম্মদ শফি সিদ্দিকি এবং বিচারপতি মিয়াঙ্গুল হাসান ঔরঙ্গজেবের সমন্বয়ে গঠিত শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ লাহোর হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশকে বাতিল করে এই জামিন মঞ্জুর করেন। এর আগে, গত ২৪ জুন লাহোর হাইকোর্ট একই ধরনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল।

প্রসঙ্গত, গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে ইমরান খানকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করার পর পাকিস্তানজুড়ে ব্যাপক হিংসা ছড়িয়ে পড়েছিল। পিটিআই সমর্থকদের এই প্রতিবাদ পরবর্তীতে রাষ্ট্রের বিরুদ্ধে সহিংস আন্দোলনে রূপ নেয়, যার ফলস্বরূপ হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। ইমরানের বিরুদ্ধেও আরও একাধিক মামলা দায়ের করা হয়।

বর্তমানে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন ইমরান। একই মামলায় তাঁর স্ত্রী বুশরা বিবিকেও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলাগুলোই আপাতত তাঁর কারামুক্তির পথে প্রধান বাধা হিসেবে কাজ করছে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *