উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখের অবাঞ্ছিত তুলতে অনেকেই রেজার ব্যবহার করেন। এতে পার্লারেও যেতে হয় না। বাড়িতে বসে নিজেরাই এটি করতে পারেন। তবে রেজার ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি। নাহলে ত্বকে সমস্যা দেখা দিতে পারে। সেই নিয়মগুলি কী কী, তা জেনে নিন (Ideas)।
১. রেজার ব্যবহার করার আগে মুখে অবশ্যই অ্যালোভেরা জেল মেখে নেবেন। অসাবধানতাবশত কেটে গেলে কোনও সমস্যা এড়াতে এটি করা উচিত।
২. মুখে রেজার ব্যবহার করার আগে মুখের ত্বক এক্সফোলিয়েট করতে ভুলবেন না। মনে রাখবেন মুখের মৃতকোষ পরিষ্কার হলে রেজার ব্যবহারে সুবিধা হবে।
৩. রেজার ব্যবহার করার পর ঠান্ডা জল ব্যবহার করবেন নিয়ম করে। সম্ভব হলে ওই ঠান্ডা জলে সামান্য তুলসী বা লেমনগ্রাস অয়েল মিশিয়ে নিতে পারেন।
৪. মুখে রেজার ব্যবহার করার পর বরফ ঘষবেন না। এতে নাকি ত্বকের ক্ষতি হয়। তাই ঠান্ডা জলে মুখ ধুয়ে নিয়ে পাতলা কাপড় বা তোয়ালে দিয়ে মুখ মুছে নেবেন।