উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্ষাকালে আর্দ্রতা এবং বৃষ্টির জল ত্বককে নিস্তেজ করে ফেলে। এই সময়ে প্রয়োজন ত্বকের একটু অতিরিক্ত যত্ন নেওয়া। অনেকেই বর্ষাকালে ক্রিম মাখা ছেড়ে দেন, ভাবেন যথেষ্ট আর্দ্রতা তো রয়েইছে পরিবেশে, কেউ আবার রোদ ওঠে না বলে সানস্ক্রিন ব্যবহার থেকেও বিরত থাকেন। কিন্তু এমনই কয়েকটি ভুলের কারণে আরও নিস্তেজ দেখায় ত্বক। তবে দ্রুত ত্বকের জেল্লা ফেরাতে ভরসা রাখতে পারেন ঘরোয়া উপায়েই (Ideas)।
গোলাপ জল
গ্লিসারিনের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ত্বকে লাগালে তা ত্বকের আর্দ্রতা ধরে রাখে। মুখের উন্মুক্ত রন্ধ্রগুলিকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনা, ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখার জন্য গোলাপ জল বেশ কার্যকরী।
বেসন আর মুসুর ডাল বাটা
বেসন আর মুসুর ডাল প্রাকৃতিক ক্লিনজার হিসেবে বেশ কার্যকরী। মুখে বয়সের ছাপ পড়তে শুরু করলে সপ্তাহে দু’-তিন দিন ডাল বাটা মাখলেই ত্বক টানটান হবে। ত্বক শুষ্ক হয়ে গেলেও মুসুর ডালের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ত্বকের কালো দাগ দূর করতেও এর জুড়ি মেলা ভার।
দুধের স্বর
দুধের স্বর ত্বকে মাখলে কিছুদিনেই রোদে পোড়া কালচে দাগ উঠে যায়। দুধে আছে ল্যাকটিক অ্যাসিড যা ত্বকের মৃত কোষ তুলে দেয়। পরিষ্কার দেখায় ত্বক। চটজলদি জেল্লা ফিরে আসে।