নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফির চার সেমিফাইনালিস্ট চূড়ান্ত। গ্রুপ ‘এ’ থেকে ভারত, নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার পর এদিন ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শীর্ষে থেকে সেমিফাইনালের টিকিট আদায় করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। হাইব্রিড মডেল অনুসারে ভারত খেলবে দুবাইয়ে ৪ মার্চের প্রথম সেমিফাইনালে।
নিউজিল্যান্ড ৫ তারিখ লাহোরে নামবে ফাইনালের টিকিট আদায়ের জন্য। ভারত বা নিউজিল্যান্ডের মধ্যে কে গ্রুপ শীর্ষে শেষ করবে, কোন দল দ্বিতীয় হবে, তার ওপর নির্ভর করবে প্রতিপক্ষ। রবিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পরই ছবিটা পরিষ্কার হবে।
যদিও দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া দুই দলকেই দুবাইয়ে উড়ে যেতে হচ্ছে! ভারতের প্রতিপক্ষ দল থেকে যাবে দুবাইয়ে, অপর দল ফিরে আসবে লাহোরে! ‘বি’ গ্রুপের কোনও দল চলতি টুর্নামেন্টে দুবাইয়ে খেলেনি। তাই সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ভারতের প্রতিপক্ষকে বাড়তি সময় দিতেই নাকি এমন অদ্ভূতুড়ে উদ্যোগ।
আইসিসি-র যুক্তি, নাহলে রবিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পর ৩ তারিখ পাকিস্তান থেকে একটি দলকে যেতে হত দুবাইয়ে। সেক্ষেত্রে প্রস্তুতি ছাড়াই পরের দিনই ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে হত। যা এড়াতেই আইসিসি-র এই পদক্ষেপ।
আইসিসি-র যে উদ্যোগ নিয়ে যদিও জলঘোলা হচ্ছে। কাঠগড়ায় সেই ভারত। দাবি, রোহিতরা দুবাইয়ে থেকে এক মাঠে প্রতিটি ম্যাচ খেলবে আর তাদের জন্য বাকিরা লাহোর-করাচি-দুবাই করতে হচ্ছে অন্য দলকে। সেমিফাইনালের জট সেই বিতর্কে ঘি ঢালছে।
এদিকে, সেমিফাইনালে ভারতের দুই সম্ভাব্য প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া চোটআঘাতে জেরবার। পেস ব্রিগেডের সেরা তিন তারকাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে অজিরা। শুক্রবার আফগান ম্যাচে ফের ধাক্কা- সেমিফাইনালে অনিশ্চিত ওপেনার ম্যাথু শর্ট। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ।
দক্ষিণ আফ্রিকা শিবিরে ফিটনেস সমস্যা একাধিক খেলোয়াড়ের। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা অসুস্থতার জন্য ইংল্যান্ড ম্যাচে নেই। পরিবর্ত অধিনায়ক আইডেন মার্করাম খেলা চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান। চোট কতটা গুরুতর এখনও পরিষ্কার নয়।
তবে শর্টকে না পেলে অজি টিম কম্বিনেশন ধাক্কা খাবে। তেমনি মেগা ম্যাচের আগে গুরুত্বপূর্ণ একাধিক সদস্যের ফিটনেস মাথাব্যথার কারণ প্রোটিয়া শিবিরের।
The put up ICC Champions Trophy | চোটের ধাক্কা অজি, প্রোটিয়া শিবিরে, বাভুমাদের সঙ্গে দুবাইয়ে যেতে হচ্ছে স্মিথদেরও! appeared first on Uttarbanga Sambad.