উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুজোর আগে বাংলায় আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। না, এবার তিনি ভোট প্রচার করতে আসছেন না। এবার তিনি আসবেন জিএসটির (GST) প্রচার করতে। ১৮ সেপ্টেম্বর তাঁর বাংলায় আসার কথা রয়েছে। নির্মলা ছাড়াও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী পা রাখতে চলেছেন বাংলায়।
সোমবার এনডিএ (NDA) য়ের বৈঠকে প্রধানমন্ত্রী সমস্ত সাংসদদের জিএসটি নিয়ে নতুন যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলির সুফল প্রচারের নির্দেশ দিয়েছেন। মানুষের উপর থেকে সরকার করের বোঝা কমিয়েছে তা নিয়ে নিজের সংসদীয় এলাকায় প্রচার করার নির্দেশ দিয়েছিলেন মোদি।
এরপর ঠিক হয় নির্মলাও প্রতিটি রাজ্যে গিয়ে সাংবাদিক বৈঠক করে জিএসটির নতুন নিয়ম সমন্ধে মানুষকে জানাবেন। ওই তালিকায় প্রথমেই রয়েছে বাংলার নাম।
এদিকে সামনের বছর বাংলায় বিধানসভা ভোট রয়েছে। এবার বাংলা দখলের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি। সামনে দুর্গাপুজো, কালীপুজো রয়েছে। ওই উৎসবের মরশুমের পরেই বাংলায় বিজেপি (BJP) রাজনৈতিক কর্মসূচি শুরু করার পরিকল্পনা করেছে।
কিন্তু পুজোর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বিদেশমন্ত্রী এস জয়শংকর সহ একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী বঙ্গ সফরে আসবেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবেরও বাংলায় যাওয়ার কথা রয়েছে। এঠাড়াও চলতি মাসে দুর্গাপুজো উদ্বোধন করতে বাংলায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।