Falakata | বৃষ্টিতে ভাঙল সনজয় ও গিরিয়া ডাইভারশন! বন্ধ ফালাকাটা-আলিপুরদুয়ার সড়ক, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

Falakata | বৃষ্টিতে ভাঙল সনজয় ও গিরিয়া ডাইভারশন! বন্ধ ফালাকাটা-আলিপুরদুয়ার সড়ক, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

শিক্ষা
Spread the love


ফালাকাটা: শনিবার রাতের বৃষ্টিতে ভেঙে গেল পলাশবাড়ির সনজয় ডাইভারশন (Diversion)৷ একইভাবে ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছে মেজবিল সংলগ্ন গিরিয়া নদীর ডাইভারশনও। রবিবার সকাল থেকেই ফালাকাটা-আলিপুরদুয়ার সড়কে সব রকমের যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, ফালাকাটা (Falakata) সহ বিভিন্ন এলাকার অনেকেরই এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষাকেন্দ্র আলিপুরদুয়ারে থাকায় ব্যাপক সমস্যা তৈরি হয়। পরীক্ষার্থীরা কোনওভাবেই এই রাস্তা দিয়ে যেতে পারেননি (SSC Candidates)। ফলে তাঁদেরকে অনেকটা ঘুরপথে ফালাকাটা, ঘোকসাডাঙ্গা, পুন্ডিবাড়ি হয়ে আলিপুরদুয়ার যেতে হয়েছে।

ফালাকাটা-আলিপুরদুয়ারের রাস্তায় তৈরি হচ্ছে চার লেনের মহাসড়ক। এজন্য নদীগুলিতে চলছে পাকা সেতু তৈরির কাজ। এখনও অবধি শুধু বুড়িতোর্ষায় একটি পাকা সেতু চালু হয়েছে। বাকি নদীগুলিতে নির্মীয়মাণ পাকা সেতুর পাশে রয়েছে হিউম পাইপের ডাইভারশন। গত শুক্রবার রাতের বৃষ্টিতেও সনজয় ডাইভারশনে বড় গর্ত তৈরি হওয়ায় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আর এদিন পুরো ডাইভারশনই ভেঙে যায়। ডাইভারশনের উপর দিয়ে নদীর জল বইতে শুরু করে। একইভাবে গিরিয়া নদীতে থাকা ডাইভারশন ভেঙে টুকরো হয়ে গিয়েছে। ফলে শিশাগোড়, মেজবিল, পশ্চিম কাঁঠালবাড়ি, পুঁটিমারি মোড়, নিউ পলাশবাড়ি, পলাশবাড়ি সহ বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষ বিপাকে পড়েছেন। প্রশাসনের তরফে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি। এনিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে ভারী বৃষ্টি হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জলস্তর কিছুটা কমলেই দ্রুত দুটি ডাইভারশন মেরামত করা হবে বলেও জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *