Duplicate Voters | ‘আর কারচুপি চলবে না!’ ভুয়ো ভোটার তালিকা নিয়ে মমতাকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর

Duplicate Voters | ‘আর কারচুপি চলবে না!’ ভুয়ো ভোটার তালিকা নিয়ে মমতাকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলা দখলের জন্য বিজেপি (BJP) ভুয়ো ভোটারের (Duplicate Voters) নাম ভোটার তালিকায় ঢুকিয়েছে। বুধবার বাজেট (West Bengal Price range 2025) শেষ হতেই সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথায়, মুখ্যমন্ত্রী দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন এমন মন্তব্য করে।

এদিন দিল্লির উদ্দেশে রওনা দেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adikari)। তার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী দায়িত্বজ্ঞানহীনভাবে একথা বলেছেন। ইলেক্টোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? জেলাশাসক! তাহলে মাননীয়া এমন কথা কি করে বললেন? শুনুন  ১৬ লক্ষ ডুপ্লিকেট ভোটার    আমরা ধরেছি। বিধানসভার আগে ডিলিট করাব! আগামী বিধানসভায় এসব কারচুপি আর চলবে না।’

উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রী দিল্লি বিধানসভা নির্বাচনে (Delhi Meeting Election 2025) গেরুয়া শিবিরের জয়ের প্রসঙ্গ, টেনে এনেছিলেন মহারাষ্ট্রের কথা। বলেছিলেন, ‘মহারাষ্ট্রে ৪০ লাখ ভোটার বাড়ল কী করে? আর দিল্লিতে আপনারা কী করেছিলেন? একদিন না একদিন তো বেরোবেই। শুনুন অঙ্কটা কেউ দেরিতে কষে, কেউ আগে কষে। আমরা অঙ্কটা কষে দেখে নিয়েছি। একদিন না একদিন সত্যটা বেরোবেই।’ সঙ্গে মমতার মুখে শোনা গিয়েছিল বিজেপি এবং নির্বাচন কমিশনের যোগাযোগের কথাও। তাঁর সেই কথার সূত্র ধরেই এদিন তাঁকে কার্যত ধুয়ে দিলেন শুভেন্দু। এখন দেখার মুখ্যমন্ত্রীর কিংবা তৃণমূলের (TMC) তরফে পালটা কোনও জবাব পাওয়া যায় কিনা।

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *