উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট (US President) হিসেবে মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পরই একাধিক বিষয়ে চমক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর এবার অভিবাসন নীতি নিয়ে কড়া পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের। ফিরে এসে প্রথমদিনই তাঁর হুঙ্কার, নথিবিহীন অভিবাসীদের আমেরিকায় থাকতে দেওয়া হবে না।
রিপোর্ট বলছে, আমেরিকার নথিবিহীন অভিবাসীদের সংখ্যায় তিন নম্বরে রয়েছে ভারতীয়রা। প্রথম দুইয়ে রয়েছে মেক্সিকো ও মধ্য আমেরিকার এল সালভাদরের নাগরিকরা। প্রথমদিনই ট্রাম্প বলেন, ‘আমেরিকায় বড় পরিবর্তন হতে চলেছে৷ এবার থেকে কেবলমাত্র আমেরিকায় জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব পাওয়া যাবে না৷ আইনি মাধ্যমে অভিবাসন নিয়ে কোনও সমস্যা নেই৷ সেক্ষেত্রে আমি সকলকে স্বাগত জানাচ্ছি৷ তবে অনুপ্রবেশ আমি কোনওমতেই মেনে নেব না৷’
ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট, বেআইনি অভিবাসীদের আমেরিকায় কোনও স্থান নেই তাঁর কাছে গুরুত্বপূর্ণ হল, আমেরিকাকে বেআইনি অভিবাসন মুক্ত করা। তাঁর এমন মন্তব্যের পরই চিন্তায় রয়েছেন অভিবাসীরা। কারণ, ১ কোটি ৪০ লক্ষ অভিবাসী রয়েছে মার্কিন মুলুকে। তাঁদের মধ্যে ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয় বলে জানা গিয়েছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরই অভিবাসীদের নিয়ে ট্রাম্পের এমন বক্তব্যে উদ্বিগ্ন সেখানকার অভিবাসীরা।