কোচবিহার: দিনহাটার নাজিরহাট-২ গ্রাম পঞ্চায়েতের শালমারায় এক অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় গোটা রাজ্য। বিজেপির নেতা জিতেন্দ্রনাথ বর্মনের অন্তঃসত্ত্বা মেয়ে পূরবী বর্মনকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু সেই ঘটনায় রাজ্য বিজেপির অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করায় বিভ্রান্তি ছড়িয়েছে।
শুক্রবার রাতে ফেসবুকে ‘বিজেপি ওয়েস্টবেঙ্গল’ পেজ থেকে একটি পোস্ট করা হয়। যেখানে লেখা হয়েছে, ‘গর্ভের শিশুকে খুন করল তৃণমূল। কোচবিহারের দিনহাটায় ৮ মাসের গর্ভবতীকে পেটে লাথি মারে তৃণমূলের দুষ্কৃতীরা। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো যায়নি গর্ভের শিশুকে।’ কিন্তু বাস্তবে দেখা গিয়েছে সদ্যোজাত ফুটফুটে কন্যা সন্তান নার্সিংহোমে জীবিতই রয়েছে। জিতেন্দ্রনাথবাবু বলেছেন, ‘সদ্যোজাত নাতনি নার্সিংহোমে রয়েছে। তার চিকিৎসা চলছে।’ তবে কিছুক্ষনের মধ্যেই বিজেপি ওয়েস্টবেঙ্গল পেজ থেকে সেই বিতর্কিত পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে।
বিজেপি অফিসিয়াল পেজ থেকে ‘বিভ্রান্তিকর’ পোস্টটি করা হলেও এদিন দুপুরের দিকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সদ্যোজাতের ছবি সহ একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘পূরবী বর্মনের আজ এক কন্যা সন্তান জন্ম হয়েছে। এই মুহূর্তে ওরা স্থিতিশীল।’
বিজেপির অফিসিয়াল পেজ থেকে বিভ্রান্তিকর পোস্ট করার বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিভ্রান্তি ছড়িয়ে অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে বলে তৃণমূল অভিযোগ তুলেছে।