Dilip Ghosh | মমতার আঁচলের তলায় থাকা নেতার থেকে বিজেপি শিখব না! নাম না করে কাকে বিঁধলেন দিলীপ?

Dilip Ghosh | মমতার আঁচলের তলায় থাকা নেতার থেকে বিজেপি শিখব না! নাম না করে কাকে বিঁধলেন দিলীপ?

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তারপর থেকেই বিজেপির একাধিক নেতা-মন্ত্রীদের কটাক্ষের মুখে পড়েছেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপকে খোশমেজাজে দেখার পর উঠে এসেছে দলবদলের জল্পনাও। তবে দিলীপের সাফ কথা, ‘রাজনীতি ছাড়লেও, বিজেপি ছাড়ব না।’ সেই সঙ্গে নাম না করেই পালটা নিশানা করেছেন শুভেন্দু অধিকারী সহ দলের অন্যান্যদের।

দিঘায় বৃহস্পতিবার সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির কয়েকজন নেতাকে পালটা কটাক্ষ করেন তিনি। নাম না নিয়েই শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বিঁধে দিলীপ বলেন, ‘বড় বড় কথা কারা বলছেন, যাঁরা মমতার আঁচলের তলায় থেকে নেতা হয়েছেন। যাঁরা কালীঘাটের উচ্ছিস্ট খেয়েছেন, আজ বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছেন, তাঁরা দিলীপকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন।’ এরপরে নাম না করে সৌমিত্র খাঁকেও (Saumitra Khan) কটাক্ষ করেছেন দিলীপ। তিনি বলেন, ‘যাঁরা চারটে বিয়ে করেন, ১৪টা গার্লফ্রেন্ড রাখেন, যাঁদের রাতের জীবন একরকম, দিনের জীবন অন্যরকম, তাঁরা দিলীপ ঘোষকে ত্যাগী-ভোগী বলছেন!’ এমনকি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির বর্তমান রাজ্যসভাপতি সুকান্তকেও (Sukanta Majumdar)। দিলীপ মনে করিয়ে দিয়েছেন, তিনি বিজেপির রাজ্য সভাপতি থাকার সময়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত সর্বাধিক আসন পেয়েছে বিজেপি।

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দিলীপের উপস্থিতির পরই তাঁর তৃণমূলে যোগদানের যে জল্পনা তৈরি হয়েছিল, সে বিষয়েও মুখ খুলেছেন দিলীপ। তিনি জানান, যতদিন দলে সন্দেহ ছিল না, ততদিন দল এগিয়েছে। যবে থেকে ‘অপসংস্কৃতি’ ঢুকেছে, পার্টি পিছোচ্ছে। বিজেপি যে দিলীপ ছাড়ছেন না, তা স্পষ্ট করেই তিনি বলেন, ‘কিছু লোক হয়তো চাইছেন, আমি পার্টি ছাড়লে জায়গা খালি হবে, সুবিধা হবে। সুযোগ নেই। আমাদের লক্ষ্য, পশ্চিমবঙ্গে যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, এই লড়াই চলবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *