Dilip Ghosh | ‘ধুমধাম করে রথযাত্রা পালন করলেই ভোট পাওয়া যায় না!’ মমতাকে এ ভাষাতেই বিঁধলেন দিলীপ

Dilip Ghosh | ‘ধুমধাম করে রথযাত্রা পালন করলেই ভোট পাওয়া যায় না!’ মমতাকে এ ভাষাতেই বিঁধলেন দিলীপ

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ২৭ জুন রথ। রথযাত্রা উপলক্ষ্যে আজই দিঘায় উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর সফর এবং দিঘার রথযাত্রা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (BJP Chief Dilip Ghosh)। তাঁর কথায়, বিধানসভা নির্বাচনকে টার্গেট করে উৎসবে মেতে উঠলেই মুখ্যমন্ত্রী ভোট পাবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে।’

দিঘার রথ উৎসব (Digha Rath Yatra) পালনকে কেন্দ্র করে বেজায় ব্যস্ত রাজ্য সরকার। সমগ্র পরিস্থিতি নিয়ে তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার সকালে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, ‘দেখে মনে হচ্ছে এর আগে কেউ রথযাত্রা দেখেনি। আর কোথাও যেন রথযাত্রা হয়নি। ৬০০ বছর ধরে দেশে রথযাত্রা হয়ে আসছে। কিন্তু সরকারি টাকায় এই ধরনের উৎসব, কার্নিভাল ছাড়া আগে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে হচ্ছে এটা করলেই সাধারণ মানুষ তাঁকে ভোট দেবেন। কিন্তু আদৌ ভোট পাবেন কিনা আমার খুব সন্দেহ আছে।’

এরপর রাজ্যের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনও কাজ নেই। না উন্নয়ন করার, না কোনও সমস্যা সমাধানের ইচ্ছে রয়েছে। চাকরিহারারা রাস্তায় বসে আছেন, তাঁদের সঙ্গে কথা বলার সময় নেই। আগামী বছর স্কুলগুলি উঠে যাবে কিনা তা কেউ জানে না। তবে ২৬-এর ভোটকে মাথায় রেখে এই উৎসব করা হচ্ছে। পুরো প্রশাসনকে এটার পিছনে লাগিয়ে দিয়েছে।’

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী শুক্রবার দিঘায় প্রথম রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই তিনি পৌঁছবেন সৈকত শহরে। আগামীকাল তিনি যোগ দেবেন জগন্নাথ মন্দিরের নেত্র উৎসবে। যদিও আগে জানা আগে গিয়েছিল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী দিঘায় যাবেন। কিন্তু তাঁর সফরসূচির কিছু রদবদল করা হয়েছে বলে জানিয়েছেন দিঘার জগন্নাথ মন্দিরের অন্যতম দায়িত্বপ্রাপ্ত তথা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *