উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১৪ অগাস্ট মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী অভিনীত বহু প্রতিক্ষীত ছবি ‘ধূমকেতু’ (Dhumketu)। সেই ছবিরই ট্রেলার লঞ্চ (Trailer launch) ছিল সোমবার। এই অনুষ্ঠানে দেব (Dev) ও শুভশ্রীকে (Subhashree Ganguly) একমঞ্চে দেখা যাবে কি না, তা নিয়ে প্রথম থেকেই কৌতূহল ছিল ভক্তদের মধ্যে। তবে সমস্ত ভক্তদের কৌতূহল মিটিয়ে, অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে একমঞ্চে ধরা দিয়েছেন দুজনে।
কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত হয়েছিল ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। নিজেদের প্রিয় জুটিকে ফের একসঙ্গে দেখার জন্য প্রেক্ষাগৃহে উপচে পড়েছিল ভক্তদের ভিড়। অবশেষে অপেক্ষার অবসান করে হাতে হাত রেখে মঞ্চে প্রবেশ করেন তাঁরা। আর একে অপরের মুখোমুখি হয়েই দেবের উদ্দেশ্যে সেই চেনা সংলাপ বলে উঠলেন শুভশ্রী। বললেন, ‘আমার সাথে ফ্রেন্ডশিপ করবে?’ দেব বলেন ‘কেন?’ আর শুভশ্রী বললেন, ‘এমনি।’ সঙ্গে সঙ্গে ভক্তদের উল্লাসে ফেটে পড়ে গোটা নজরুল মঞ্চ। এদিন মঞ্চে দাঁড়িয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়, রানা সরকার সহ সকলকে ধন্যবাদ জানান শুভশ্রী। সেই সঙ্গে সিনেমা হলে গিয়ে সকলকে ‘ধূমকেতু’ দেখার অনুরোধও জানান তিনি। পাশাপাশি শুভশ্রী স্বীকার করে বলেন, ‘আমি আর দেব এতটা চেষ্টা করিনি এই জুটিটাকে বাঁচিয়ে রাখার। কিন্তু দর্শকের ভালবাসায় আমাদের জুটি এখনও রয়ে গিয়েছে সকলের মনে।’
এদিনের অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন রোহন ভট্টাচার্য। তিনি একের পর এক প্রশ্নও করেন দেব-শুভশ্রীকে। তাঁরা পরস্পরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লুকিয়ে দেখেন কি না এই প্রশ্নও করা হয়। সঙ্গে সঙ্গেই জবাবে দেব বলেন, ‘শুভশ্রী এখন লেডি সুপারস্টার। ওঁকে দেখতে গেলে উঁকি দিতে হয় না। সোশ্যাল মিডিয়ায় ওঁকে এমনিই দেখা যায়।’ এরপরই প্রশ্ন করা হয়, সোশ্যাল মিডিয়ায় একে অপরকে কবে ফলো করবেন দুজনে? তখনই উঠে আসে কে কাকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছিল সেই প্রসঙ্গ। শুভশ্রী বলেন, ‘কে আগে ব্লক করেছিল?’ এরপরই কিছুক্ষণের জন্য চুপ করে যান দেব। শুভশ্রী এর মাধ্যমে হয়তো বুঝিয়েই দিলেন, দেবই ব্লক করেছিলেন তাঁকে। যদিও এরপরই সমস্ত দূরত্ব সরিয়ে একে অপরকে ইনস্টাগ্রামে ‘ফলো’ করেন দুজনে। এখানেই শেষে নয়, এরপর দুজনে একসঙ্গে সেলফিও তোলেন। অনুষ্ঠানের শেষে নিজেদের পুরোনো ছবির জনপ্রিয় গানগুলিতে একসঙ্গে পা মেলান তাঁরা। সেই সঙ্গে এখন যে তাঁরা নিজেদের মতো করে সুখী, সেকথাও স্পষ্ট করে দিয়েছেন।
প্রসঙ্গত, ‘ধূমকেতু’ দেব ও শুভশ্রী জুটির একসঙ্গে অভিনীত শেষ ছবি। এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। তবে একসঙ্গে কোনও ছবি না করলেও, এখনও যে দর্শকদের কাছে দেব-শুভশ্রী জুটি সেই দশ বছর আগেই মতোই হিট, সেটাই আরও একবার প্রমাণিত হল।