শিলিগুড়ি: ‘পাহাড় থেকে দুর্নীতিবাজদের উপড়ে ফেলা হবে’। এমন পোস্টার ঘিরে শোরগোল দার্জিলিংয়ের (Darjeeling) চকবাজারে। জানা গিয়েছে, দার্জিলিং লিবারেশন টাইগার নামে কোনও এক সংগঠনের নাম করে এই পোস্টার সেঁটে দুর্নীতিবাজদের বিরুদ্ধে তোপ দাগা হয়েছে। সোমবার সকালে এই পোস্টার ঘিরে শোরগোল পড়ে যায় শৈলশহরে।
যদিও রাজনৈতিক দলগুলির বক্তব্য, পাহাড়ে এমন কোনও সংগঠনের অস্তিত্ব নেই৷ কে বা কারা আতঙ্ক ছড়ানোর জন্য এমনটা করে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।