Dakshin Dinajpur | শরীরে সংক্রমণ, বিপন্মুক্ত নন প্রসূতিরা

Dakshin Dinajpur | শরীরে সংক্রমণ, বিপন্মুক্ত নন প্রসূতিরা

ব্লগ/BLOG
Spread the love


সুবীর মহন্ত, বালুরঘাট: এখনও বিপন্মুক্ত নন দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বালুরঘাট জেলা সুপারস্পেশালিটি হাসপাতালের সিসিইউতে ভর্তি প্রসূতিরা। তাঁদের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় এমন আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। অন্তত জেলা স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটির রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। কিন্তু ওই সংক্রমণ কি শুধুমাত্র ইনজেকশনের কারণেই ছড়িয়েছিল, নাকি সার্জারির সময় অপারেশন থিয়েটারের বেহাল অবস্থার কারণে হয়েছিল এ নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি থাকা ওই আটজন প্রসূতির শারীরিক অবস্থার খবর নিতে এদিন সরাসরি সেখানে উপস্থিত হন জেলা শাসক বিজিন কৃষ্ণা। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক হ্যারিস রশিদ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ প্রমুখ। তাঁরা রোগী, রোগীর আত্মীয়, চিকিৎসক মেডিকেল বোর্ড, তদন্ত কমিটি সকলের সঙ্গেই কথা বলেন। এরপর হাসপাতাল সুপারের ঘরে প্রশাসনিক বৈঠক হয়। ওই বৈঠকের পরেই কার্যত অপারেশন থিয়েটারের হাল নিয়ে এবং কী কারণে ওই সংক্রমণ তা দেখে হাসপাতালকে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে।

জেলা শাসক বলেন, ‘অসুস্থ সকলেরই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা চলছে। সেই কারণে কেউই বিপন্মুক্ত নন। তবে তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। সংক্রমণের জন্য ইনজেকশন বা যে ওষুধের দিকে আঙুল উঠেছে সেগুলোর এখনও পরীক্ষার রিপোর্ট আসেনি। তাই সেগুলি খারাপ ছিল এখনই বলা সম্ভব নয়। তদন্ত করে পূর্ণাঙ্গ রিপোর্ট সুপারকে দিতে বলা হয়েছে।’

গত শুক্রবার রাতে বালুরঘাট জেলা সুপারস্পেশালিটি হাসপাতালে একযোগে অসুস্থ হয়ে পড়েন আট প্রসূতি। অভিযোগ, একটি ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই একে একে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলারা। রাত বাড়তে পরিস্থিতির অবনতি হতেই তাঁদের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অসুস্থ প্রসূতিদের কাঁপুনি ও শ্বাসকষ্ট হতে থাকে। এসব লক্ষণ একসঙ্গে দেখা দেওয়ায় উদ্বেগ বাড়ে। ঘটনার গুরুত্ব বুঝে রাতেই হাসপাতালে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাসপাতালের সুপার, ডেপুটি সুপার সহ একাধিক চিকিৎসক। সারারাত চিকিৎসার পর প্রসূতিদের অবস্থা একটু স্বাভাবিক হতেই তাঁদের ওটি থেকে বের করে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। সেই থেকে সেখানেই আছেন প্রসূতিরা। প্রসূতিদের অসুস্থ হওয়ার ঘটনায় মেডিকেল বোর্ড ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ওষুধ ও ইনজেকশনগুলোকে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। বন্ধ করা হয়েছে ওই ব্যাচের ইনজেকশন ব্যবহার। এদিকে, ওই ঘটনার পর থেকেই জেলা রাজনৈতিক দলগুলি এ ঘটনার তদন্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদিন বিকেলে এসইউসিআইয়ের তরফে বালুরঘাট হাসপাতাল সুপারকে ঘটনার তদন্ত দাবি করে স্মারকলিপি দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *