CSK vs KKR | ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয় চেন্নাইয়ের, ৯ ওভার বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতল কলকাতা  

CSK vs KKR | ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয় চেন্নাইয়ের, ৯ ওভার বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতল কলকাতা  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয় চেন্নাই সুপার কিংসের। শুক্রবার চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে কলকাতার কাছে গোহারা হেরে গেল চেন্নাই। কলকাতা নাইট রাইডার্সের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না ধোনিরা। এদিন প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস ৯ উইকেট হারিয়ে করে মাত্র ১০৯ রান। জবাবে ব্যাট করে ৯.৫ ওভার বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে অজিঙ্কা রাহানের টিম। এই হারের ফলে আইপিএলের লিগ টেবিলে ৯ নম্বরেই থাকল চেন্নাই। এর ফলে তাদের প্লে-অফে ওঠার লড়াই কঠিন হল।

এদিন চিপকে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে। ব্যাট করতে নেমে চেন্নাই প্রথম উইকেট হারায় ডেভন কনওয়ের। তিনি মাত্র ১২ রান করে মইন আলির বলে আউট হন। পরের ওভারের হর্ষিত রানা আউট করেন রাচীন রবীন্দ্রকে(৪)। বিজয় শংকরকে (২৯) আউট করেন বরুণ চক্রবর্তী। এদিন নারায়ণ প্রথমে ফেরালেন রাহুল ত্রিপাঠীকে (১৬)। তারপর নিলেন জাদেজার (০) উইকেট। অন্যদিকে অশ্বিনকে (১) ফেরালেন হর্ষিত রানাকে। শূণ্য রানে ফিরে যান দীপক হুডা। অবশেষে নয় নম্বরে এলেন ধোনি। আর এবারও সেই নারিনের ঘূর্ণিতে আউট হয়ে ফিরলেন। ৪ বলে সংগ্রহ মাত্র ১ রান। ৬৫ রানে ৪ উইকেট থেকে আচমকাই ৭৫ রানে ৮ উইকেট হয়ে গেল চেন্নাই। শেষ পর্যন্ত শিবম দুবের ৩১ রানের সুবাদে মাত্র ১০৩ রান করে চেন্নাই। দলের হয়ে সর্বোচ্চ রান করেন শিবম দুবে। তবে তিনি মন্থর গতিতে ২৯ বলে অপরাজিত ৩১ রান করেন। নাইটদের হয়ে ৩ উইকেট সুনীল নারায়ণের। দুটি করে উইকেট বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানার। শেষে চেন্নাই সুপার কিংস ৯ উইকেট হারিয়ে করে মাত্র ১০৯ রান।

মাত্র ১১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই জয় ছিনিয়ে নেয় কেকেআর। ৯.৫ ওভার বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে অজিঙ্কা রাহানের টিম। দলের হয়ে সর্বোচ্চ ১৮ বলে ৪৪ করেন সুনীল নারায়ণ। ১৬ বলে ২৩ রান করেন কুইন্টন ডি’কক। এছাড়া অজিঙ্কা রাহানে ১৭ বলে অপরাজিত ২০ করেন। এবং রিঙ্কু সিং ১২ বলে ১৫ করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৯ ওভার বাকি থাকতে ৮ উইকেট হাতে নিয়ে সহজেই ম্যাচ জিতল কেকেআর। ৬ ম্যাচ খেলে ৬ পয়েন্ট রাহানেদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *