কোচবিহার: যুবকের মৃত্যুতে শোরগোল কোচবিহারের (Cooch Behar) ডাওয়াগুড়ি এলাকায়। কয়েকদিন আগেই এই গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তলা রায়ের ছেলে অমর রায় গুলিবিদ্ধ হয়ে খুন হন। বৃহস্পতিবার অমরের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি খামার বাড়ি থেকে যুবকের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম, পাপন রায় (৩৪)। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেছেন তাঁর বাবা।
উত্তর খাগড়াবাড়ির বাসিন্দা পাপনের ডাওয়াগুড়িতে কৃষি জমি ও খামারবাড়ি রয়েছে। সেই বাড়ি থেকেই এদিন দেহ উদ্ধার হয়। কিভাবে মৃত্যু হল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ দেহটি উদ্ধার করে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে (MJNMCH) ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, আত্মীয়দের উপস্থিতিতে পুলিশ (Police) দেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।